আফগান যুদ্ধে গিলার্ডের সমর্থন
অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড আফগান যুদ্ধের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ সমর্থন জানান। সম্প্রতি আফগানিস্তানে পাঁচজন অস্ট্রেলীয় সেনার মৃত্যু নিয়ে যখন দেশজুড়ে ব্যাপক আলোচনা হচ্ছে, ঠিক তখন গিলার্ড যুক্তরাষ্ট্র ও অন্য মিত্রদেশের সঙ্গে আফগানিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ব্যাপারে এ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন।
প্রধানমন্ত্রী হিসেবে কেভিন রুডের স্থলাভিষিক্ত হওয়ার এক দিনের মাথায় গিলার্ড গতকাল আফগান পরিস্থিতি নিয়ে ওবামার সঙ্গে আলাপ করেন। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার বিষয়বস্তু উল্লেখ করতে গিয়ে গিলার্ড সাংবাদিকদের বলেন, আফগানিস্তানে হতাহতের ঘটনা সম্প্রতি বেড়ে গেছে। এ বিষয়টি নিয়ে তিনি ওবামার সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি জানান, আফগানিস্তানে সেনা মোতায়েন রাখার প্রতি তিনি সর্বাত্মক সমর্থন জানিয়েছেন। তিনি ওবামাকে বলেছেন, আফগানিস্তানের অস্ট্রেলীয় সেনাদের মিশন অব্যাহত থাকবে। গিলার্ড বলেন, ‘আমরা দুই দেশ খুবই ঘনিষ্ঠ। বিশ্বের নানা জায়গায় আমরা একসঙ্গে যুদ্ধ করেছি। আফগানিস্তানেও আমরা একসঙ্গে যুদ্ধ করে যাব।
প্রধানমন্ত্রী হিসেবে কেভিন রুডের স্থলাভিষিক্ত হওয়ার এক দিনের মাথায় গিলার্ড গতকাল আফগান পরিস্থিতি নিয়ে ওবামার সঙ্গে আলাপ করেন। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার বিষয়বস্তু উল্লেখ করতে গিয়ে গিলার্ড সাংবাদিকদের বলেন, আফগানিস্তানে হতাহতের ঘটনা সম্প্রতি বেড়ে গেছে। এ বিষয়টি নিয়ে তিনি ওবামার সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি জানান, আফগানিস্তানে সেনা মোতায়েন রাখার প্রতি তিনি সর্বাত্মক সমর্থন জানিয়েছেন। তিনি ওবামাকে বলেছেন, আফগানিস্তানের অস্ট্রেলীয় সেনাদের মিশন অব্যাহত থাকবে। গিলার্ড বলেন, ‘আমরা দুই দেশ খুবই ঘনিষ্ঠ। বিশ্বের নানা জায়গায় আমরা একসঙ্গে যুদ্ধ করেছি। আফগানিস্তানেও আমরা একসঙ্গে যুদ্ধ করে যাব।
No comments