কলকাতার মেয়র হচ্ছেন শোভন চট্টোপাধ্যায়
কলকাতা পুরসভার মেয়র হিসেবে শোভন চট্টোপাধ্যায়কে মনোনীত করা হয়েছে। আর ডেপুটি মেয়র হিসেবে মনোনীত হয়েছেন ফরজানা আলম। শোভন চট্টোপাধ্যায় আগের কলকাতা পুরসভার দু-দুবার মেয়র পারিষদ সদস্য ছিলেন।
গতকাল রোববার তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত কাউন্সিলরদের এক বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘোষণা দেন। একই সঙ্গে চেয়ারম্যান হিসেবে সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় এবং দলনেতা হিসেবে মনজর ইকবালের নাম ঘোষণা করা হয়।
মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, এবার মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচনে তিনি অভিজ্ঞতার পাশাপাশি আনুগত্যকেও গুরুত্ব দেবেন। ১৬ জুন আনুষ্ঠানিকভাবে মেয়র নির্বাচন করা হবে এবং ওই দিনই মেয়র শপথ নেবেন।
গতকালের সভা থেকেই কলকাতা পুরসভার জন্য একটি উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়। এই উপদেষ্টা পরিষদে রয়েছেন ডেরেক ওব্রায়েন, সুমিত্রা সেন, দেবশ্রী রায়, নচিকেতা, ব্রাত্য বসুসহ শহরের বিশিষ্ট নাগরিকেরা।
উল্লেখ্য, কলকাতা পুরসভায় ছয় বছর পর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরল। কলকাতার ১৪১টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস ৯৫টি ওয়ার্ডে জয়ী হয়ে এককভাবে বোর্ড গঠন করতে চলেছে।
গতকাল রোববার তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত কাউন্সিলরদের এক বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘোষণা দেন। একই সঙ্গে চেয়ারম্যান হিসেবে সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় এবং দলনেতা হিসেবে মনজর ইকবালের নাম ঘোষণা করা হয়।
মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, এবার মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচনে তিনি অভিজ্ঞতার পাশাপাশি আনুগত্যকেও গুরুত্ব দেবেন। ১৬ জুন আনুষ্ঠানিকভাবে মেয়র নির্বাচন করা হবে এবং ওই দিনই মেয়র শপথ নেবেন।
গতকালের সভা থেকেই কলকাতা পুরসভার জন্য একটি উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়। এই উপদেষ্টা পরিষদে রয়েছেন ডেরেক ওব্রায়েন, সুমিত্রা সেন, দেবশ্রী রায়, নচিকেতা, ব্রাত্য বসুসহ শহরের বিশিষ্ট নাগরিকেরা।
উল্লেখ্য, কলকাতা পুরসভায় ছয় বছর পর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরল। কলকাতার ১৪১টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস ৯৫টি ওয়ার্ডে জয়ী হয়ে এককভাবে বোর্ড গঠন করতে চলেছে।
No comments