আন্তবেসরকারি বিশ্ববিদ্যালয় টিটি
প্রথমবারের মতো নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে কাল শুরু হয়েছে এই টুর্নামেন্ট। পাঁচ দিনের টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়—ইউআইইউ, প্রাইম এশিয়া, নর্থসাউথ, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, নর্দান, সাউথ ইস্ট, আহসানউল্লাহ, প্রেসিডেন্সি, ড্যাফোডিল, ইউ ল্যাব, পিপলস, আইইউটি, দারুল ইহসান, আইইউবিএটি, নর্থসাউথ বিশ্ববিদ্যালয় ‘এ’ দল ও বাংলাদেশ মেডিকেল কলেজ।
No comments