মার্কিন গোয়েন্দা প্রধান পদে জেমস ক্ল্যাপারের নাম ঘোষণা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অবসরপ্রাপ্ত জেনারেল জেমস ক্ল্যাপারকে দেশটির গোয়েন্দা প্রধান হিসেবে মনোনয়ন দিয়েছেন। সাবেক এই জেনারেল মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের প্রধান গোয়েন্দা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রেসিডেন্ট ওবামা গত শনিবার হোয়াইট হাউসে বলেন, ‘আমি দেশের গোয়েন্দা প্রধান হিসেবে সাবেক জেনারেল জেমস ক্ল্যাপারের নাম ঘোষণা করছি। তিনি অনেক অভিজ্ঞ এবং সম্মানিত একজন কর্মকর্তা।’ এ সময় প্রেসিডেন্ট যত তাড়াতাড়ি সম্ভব এই পদে ক্ল্যাপারের মনোনয়ন অনুমোদন করতে সিনেটের প্রতি আহ্বান জানান।
৬৯ বছর বয়সী ক্ল্যাপার মার্কিন বিমানবাহিনীতে ৩২ বছর দায়িত্ব পালন শেষে ১৯৯৫ সালে অবসরগ্রহণ করেন।
১৬ মাস দায়িত্ব পালন শেষে প্রধান গোয়েন্দা কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করেন ডেনিস ব্লেয়ার। এর প্রায় দুই সপ্তাহ পর ওই পদে ক্ল্যাপারকে মনোনয়ন দেওয়া হলো।
প্রেসিডেন্ট ওবামা গত শনিবার হোয়াইট হাউসে বলেন, ‘আমি দেশের গোয়েন্দা প্রধান হিসেবে সাবেক জেনারেল জেমস ক্ল্যাপারের নাম ঘোষণা করছি। তিনি অনেক অভিজ্ঞ এবং সম্মানিত একজন কর্মকর্তা।’ এ সময় প্রেসিডেন্ট যত তাড়াতাড়ি সম্ভব এই পদে ক্ল্যাপারের মনোনয়ন অনুমোদন করতে সিনেটের প্রতি আহ্বান জানান।
৬৯ বছর বয়সী ক্ল্যাপার মার্কিন বিমানবাহিনীতে ৩২ বছর দায়িত্ব পালন শেষে ১৯৯৫ সালে অবসরগ্রহণ করেন।
১৬ মাস দায়িত্ব পালন শেষে প্রধান গোয়েন্দা কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করেন ডেনিস ব্লেয়ার। এর প্রায় দুই সপ্তাহ পর ওই পদে ক্ল্যাপারকে মনোনয়ন দেওয়া হলো।
No comments