ভারতীয় এক কূটনীতিক নয়াদিল্লিতে গ্রেপ্তার
ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের এক নারী কূটনীতিককে নয়াদিল্লিতে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় টেলিভিশনের খবরে গতকাল মঙ্গলবার এ কথা জানানো হয়। স্বরাষ্ট্রসচিব গোপাল পিল্লাই জানিয়েছেন, ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের মহিলা কূটনীতিক মাধুরী গুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে। খবর এএফপি।
সন্দেহ করা হচ্ছে, মাধুরী গুপ্ত পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছে গোপন তথ্য পাচার করতেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি র-এর কাছ থেকে তথ্য নিয়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে দিতেন। মাধুরী ইসলামাবাদ দূতাবাসে প্রায় তিন বছর ধরে কাজ করছেন। তিনি সেখানে তথ্য শাখার কর্মকর্তা ছিলেন।
ভারতের সাবেক পররাষ্ট্রসচিব কে সি সিং ‘টাইমস নাউ’ সংবাদ চ্যানেলকে বলেন, অনেক ক্ষতি হয়ে গেছে। এদিকে ভারতের গোয়েন্দা ব্যুরোর সাবেক প্রধান অরুণ ভগত ওই চ্যানেলকে মাধুরীর গ্রেপ্তার সম্পর্কে বলেন, ‘এটা আমাদের জন্য লজ্জার বিষয়।’
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এ ব্যাপারে পরিপূর্ণ তথ্য নিয়ে একটি বিবৃতি দেওয়া হবে। তবে জানা গেছে, ওই কূটনীতিক তাঁর অপরাধ স্বীকার করেছেন।
সন্দেহ করা হচ্ছে, মাধুরী গুপ্ত পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছে গোপন তথ্য পাচার করতেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি র-এর কাছ থেকে তথ্য নিয়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে দিতেন। মাধুরী ইসলামাবাদ দূতাবাসে প্রায় তিন বছর ধরে কাজ করছেন। তিনি সেখানে তথ্য শাখার কর্মকর্তা ছিলেন।
ভারতের সাবেক পররাষ্ট্রসচিব কে সি সিং ‘টাইমস নাউ’ সংবাদ চ্যানেলকে বলেন, অনেক ক্ষতি হয়ে গেছে। এদিকে ভারতের গোয়েন্দা ব্যুরোর সাবেক প্রধান অরুণ ভগত ওই চ্যানেলকে মাধুরীর গ্রেপ্তার সম্পর্কে বলেন, ‘এটা আমাদের জন্য লজ্জার বিষয়।’
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এ ব্যাপারে পরিপূর্ণ তথ্য নিয়ে একটি বিবৃতি দেওয়া হবে। তবে জানা গেছে, ওই কূটনীতিক তাঁর অপরাধ স্বীকার করেছেন।
No comments