শেষ রক্ষা হচ্ছে না উডসের
সম্পর্ক ধরে রাখার জন্য কত কিছুই না করলেন টাইগার উডস! কিন্তু কাজ হচ্ছে না কোনো কিছুতেই। উডসের স্ত্রী এলিন নরদেগ্রেনের ঘনিষ্ঠ এক সূত্র শিকাগো সান টাইমসকে জানিয়েছে, দিনের বেশির ভাগ সময়টা এলিনের এখন কাটছে আইনজীবীদের সঙ্গে আলোচনা করে, প্রসঙ্গ—বিবাহবিচ্ছেদ। একজন-দুজন নয়, আলোচনা চলছে যুক্তরাষ্ট্র ও নিজের শহর স্টকহোমের বেশ কজন আইনজীবীর সঙ্গে। শোনা যাচ্ছে, ডিভোর্স হলে উডসকে গুনতে হবে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার।
সান টাইমস-এর সেই সূত্রই জানিয়েছে, এত বিশাল অঙ্কের অর্থ দাবি করার কারণ একটি বই। সম্প্রতি লেডি কলিন ক্যাম্পবেলের এমপ্রেস বিয়াঙ্কা বইটি পড়েছেন এলিন, যেটিতে ধনকুবের একজন লোক স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর সব সম্পদ সন্তানদের না দিয়ে দ্বিতীয় স্ত্রীকে দিয়ে দেন। বই পড়ে চিন্তিত এলিন তাই নিজের দুই সন্তানের ভবিষ্যত্ নিশ্চিত করতে চাইছেন। অ্যারিজোনায় একটা নতুন বাড়ি কেনার কথাও নাকি চিন্তা করছেন এলিন।
সান টাইমস-এর সেই সূত্রই জানিয়েছে, এত বিশাল অঙ্কের অর্থ দাবি করার কারণ একটি বই। সম্প্রতি লেডি কলিন ক্যাম্পবেলের এমপ্রেস বিয়াঙ্কা বইটি পড়েছেন এলিন, যেটিতে ধনকুবের একজন লোক স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর সব সম্পদ সন্তানদের না দিয়ে দ্বিতীয় স্ত্রীকে দিয়ে দেন। বই পড়ে চিন্তিত এলিন তাই নিজের দুই সন্তানের ভবিষ্যত্ নিশ্চিত করতে চাইছেন। অ্যারিজোনায় একটা নতুন বাড়ি কেনার কথাও নাকি চিন্তা করছেন এলিন।
No comments