রাশিয়ায় নিষিদ্ধ বইয়ের তালিকায় হিটলারের ‘মাইন কাম্ফ’
জার্মানির সাবেক স্বৈরশাসক অ্যাডল্ফ হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থ মাইন কাম্ফ-এর বিষয়বস্তুকে চরমপন্থামূলক বলে বিবেচনা করছে রাশিয়া। আর তাই এ গ্রন্থকে নিষিদ্ধ বইয়ের তালিকায় যুক্ত করেছে রাশিয়া। দেশটির প্রসিকিউটর জেনারেলের দপ্তর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গ্রন্থটি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করার আগ পর্যন্ত বিভিন্ন ওয়েবসাইটে তা পাওয়া যাবে। বই বিক্রেতারাও তা বিক্রি করতে পারবেন। মাইন কাম্ফের অর্থ হচ্ছে ‘আমার যুদ্ধ’।
রাশিয়ার একটি আদালত মাইন কাম্ফ-এর বিষয়বস্তুকে চরমপন্থামূলক বলে অভিহিত করেছেন। আদালতের সিদ্ধান্তেই গ্রন্থটি নিষিদ্ধ বইয়ের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। রাশিয়ায় একটি আইন আছে, যাতে জার্মান নািস পার্টির নেতাদের লেখা বইকে চরমপন্থামূলক বলে বিবেচনা করা হয়।
বিবৃতিতে বলা হয়, গ্রন্থটি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করার আগ পর্যন্ত বিভিন্ন ওয়েবসাইটে তা পাওয়া যাবে। বই বিক্রেতারাও তা বিক্রি করতে পারবেন। মাইন কাম্ফের অর্থ হচ্ছে ‘আমার যুদ্ধ’।
রাশিয়ার একটি আদালত মাইন কাম্ফ-এর বিষয়বস্তুকে চরমপন্থামূলক বলে অভিহিত করেছেন। আদালতের সিদ্ধান্তেই গ্রন্থটি নিষিদ্ধ বইয়ের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। রাশিয়ায় একটি আইন আছে, যাতে জার্মান নািস পার্টির নেতাদের লেখা বইকে চরমপন্থামূলক বলে বিবেচনা করা হয়।
No comments