ব্র্যাক ব্যাংকের ৩০% বোনাস শেয়ার অনুমোদন
ব্র্যাক ব্যাংক লিমিটেড ২০০৯ সালের শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করেছে।
ঢাকায় গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাংকের ১১তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমী) আলী সভাপতিত্ব করেন। এতে ব্যাংকের পরিচালকদের মধ্যে কাজী মো. শরিফুল আলা, শিব নারায়ণ কৈরী, তামারা হাসান আবেদ, হাফিজ জি এ সিদ্দিকী এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মুহায়মেন ও কোম্পানি সচিব রেইস উদ্দীন আহ্মাদ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ এ (রুমী) আলী সভায় জানান, ২০০৯ সালে ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালন মুনাফার পরিমাণ দাঁড়ায় ৩৭১ কোটি ৮০ লাখ টাকা। আলোচ্য বছরে এ ব্যাংক ১৩০ কোটি ৪০ লাখ টাকার কর-পরবর্তী মুনাফা অর্জন করে, যা আগের বছরের তুলনায় ৩৪ শতাংশ বেশি।
বর্তমানে ব্র্যাক ব্যাংকের ৬৯টি শাখা, ৫৯টি এসএমই সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার, ১৭৯টিরও বেশি এটিএম বুথ, ৪২৯টি এসএমই ইউনিট অফিস এবং সাত হাজারেরও অধিক কর্মী রয়েছে। কার্যক্রম শুরুর মাত্র আট বছরে ব্র্যাক ব্যাংক দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) নিজস্ব অবস্থান সুদৃঢ় করেছে এবং প্রতিনিয়ত রিটেইল, করপোরেট, এসএমই ও প্রবাসী প্রভৃতি ক্ষেত্রে সেবা বিস্তার করে চলেছে।
ঢাকায় গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাংকের ১১তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমী) আলী সভাপতিত্ব করেন। এতে ব্যাংকের পরিচালকদের মধ্যে কাজী মো. শরিফুল আলা, শিব নারায়ণ কৈরী, তামারা হাসান আবেদ, হাফিজ জি এ সিদ্দিকী এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মুহায়মেন ও কোম্পানি সচিব রেইস উদ্দীন আহ্মাদ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ এ (রুমী) আলী সভায় জানান, ২০০৯ সালে ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালন মুনাফার পরিমাণ দাঁড়ায় ৩৭১ কোটি ৮০ লাখ টাকা। আলোচ্য বছরে এ ব্যাংক ১৩০ কোটি ৪০ লাখ টাকার কর-পরবর্তী মুনাফা অর্জন করে, যা আগের বছরের তুলনায় ৩৪ শতাংশ বেশি।
বর্তমানে ব্র্যাক ব্যাংকের ৬৯টি শাখা, ৫৯টি এসএমই সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার, ১৭৯টিরও বেশি এটিএম বুথ, ৪২৯টি এসএমই ইউনিট অফিস এবং সাত হাজারেরও অধিক কর্মী রয়েছে। কার্যক্রম শুরুর মাত্র আট বছরে ব্র্যাক ব্যাংক দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) নিজস্ব অবস্থান সুদৃঢ় করেছে এবং প্রতিনিয়ত রিটেইল, করপোরেট, এসএমই ও প্রবাসী প্রভৃতি ক্ষেত্রে সেবা বিস্তার করে চলেছে।
No comments