আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত হামিদ মীর
সার্কভুক্ত লেখক ও সাহিত্যিকদের সংগঠন ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার (এফওএস-ডব্লিউএএল) পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক হামিদ মীরকে আজীবন সম্মাননা পুরস্কার দিয়েছে। নয়াদিল্লিতে তিন দিনব্যাপী সার্ক উৎসবে গত শুক্রবার তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। তবে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
সংগঠনের নির্বাহী সভাপতি অর্পণা কাউর সাংবাদিক হামিদ মীর সম্পর্কে বিবৃতি পড়ে শোনান। তিনি বলেন, হামিদ মীর পাকিস্তানের একমাত্র সাংবাদিক যিনি ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তানসহ বিভিন্ন দেশে গিয়ে সংবাদ সংগ্রহ করেছেন।
হামিদ মীর পাকিস্তানের জিও টেলিভিশনের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় কাজের স্বীকৃতি হিসেবে হামিদ মীরকে এই পুরস্কার দেওয়া হয়।
সংগঠনের নির্বাহী সভাপতি অর্পণা কাউর সাংবাদিক হামিদ মীর সম্পর্কে বিবৃতি পড়ে শোনান। তিনি বলেন, হামিদ মীর পাকিস্তানের একমাত্র সাংবাদিক যিনি ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তানসহ বিভিন্ন দেশে গিয়ে সংবাদ সংগ্রহ করেছেন।
হামিদ মীর পাকিস্তানের জিও টেলিভিশনের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় কাজের স্বীকৃতি হিসেবে হামিদ মীরকে এই পুরস্কার দেওয়া হয়।
No comments