ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কার করতে পারে যুক্তরাজ্য
যুক্তরাজ্যের ১২টি জাল পাসপোর্ট ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হামাসের এক নেতাকে হত্যায় সহযোগিতা করায় ইসরায়েলের এক কূটনীতিককে বহিষ্কার করতে পারে যুক্তরাজ্য। কোন কূটনীতিককে বহিষ্কার করা হবে, তা জানা যায়নি। তবে তিনি লন্ডনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রন প্রসর নন বলেনিশ্চিত হওয়া গেছে।
গত জানুয়ারি মাসে দুবাইয়ের একটি হোটেলকক্ষে হামাসের সামরিক শাখার প্রতিষ্ঠাতা মাহমুদ আল মাবুয়াহকে হত্যা করা হয়। ওই ঘটনায় ব্যবহার করা হয় ১২টি ব্রিটিশ জাল পাসপোর্ট।
দুবাইয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা ৯৯ শতাংশ নিশ্চিত যে মাহমুদকে হত্যার ঘটনার পেছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত। তবে ইসরায়েল জানিয়েছে, মাহমুদ আল মাবুয়াহের হত্যার ঘটনায় তাঁদের প্রতিনিধির জড়িত থাকার ব্যাপারে কোনো প্রমাণ নেই।
গত জানুয়ারি মাসে দুবাইয়ের একটি হোটেলকক্ষে হামাসের সামরিক শাখার প্রতিষ্ঠাতা মাহমুদ আল মাবুয়াহকে হত্যা করা হয়। ওই ঘটনায় ব্যবহার করা হয় ১২টি ব্রিটিশ জাল পাসপোর্ট।
দুবাইয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা ৯৯ শতাংশ নিশ্চিত যে মাহমুদকে হত্যার ঘটনার পেছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত। তবে ইসরায়েল জানিয়েছে, মাহমুদ আল মাবুয়াহের হত্যার ঘটনায় তাঁদের প্রতিনিধির জড়িত থাকার ব্যাপারে কোনো প্রমাণ নেই।
No comments