উশুর উদ্বোধন

সিলেট স্টেডিয়ামে এসএ গেমসের উশু উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল কাল সন্ধ্যায়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বেলুন ও পায়রা উড়িয়ে উশু গেমসের উদ্বোধন করেন। এ সময় রংবেরঙের আতশবাজিতে পুরো স্টেডিয়াম বর্ণিল হয়ে ওঠে।
বিশেষ অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। স্বাগত বক্তব্য দেন উশুর স্থানীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক ও সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী শাকিলা জাফর, সুবীর নন্দী প্রমুখ। আজ সকাল থেকে চলবে উশু খেলা। দক্ষিণ এশীয় গেমসে এবারই অন্তর্ভুক্ত হওয়া মার্শাল আর্ট-জাতীয় এই খেলায় বড় সাফল্যই আশা করছে বাংলাদেশ।

No comments

Powered by Blogger.