বিশ্বব্যাংকের ব্যবস্থাপনায় দেশের জন্য জলবায়ু তহবিলের বিরোধিতা
জলবায়ু তহবিল-ব্যবস্থাপনায় দেশের সার্বভৌম কর্তৃত্ব বজায় রাখার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
গতকাল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইক্যুইটিবিডি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয়।
এতে বক্তারা বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ সরকার দেশের উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় মাল্টি ডোনার ট্রাস্ট ফান্ড গঠনের প্রক্রিয়া শুরু করে। তাঁরা বলেন, দাতাদের একটি মহল জলবায়ু তহবিল-ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং সুকৌশলে এর ব্যবস্থাপনায় বিশ্বব্যাংকের কর্তৃত্ব প্রতিষ্ঠার পাঁয়তারা চালাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সংবাদ সম্মেলনে ইক্যুইটিবিডির সাধারণ সম্পাদক মো. সামসুদ্দোহা লিখিত বক্তব্য পেশ করেন। এতে তিনি বলেন, এই তহবিল তদারকির ফি হিসেবে বিশ্বব্যাংক প্রায় ৮০ লাখ ডলার পাবে। অথচ দেশের জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলা তহবিল-ব্যবস্থাপনায় বিশ্বব্যাংকের এ ধরনের কর্তৃত্ব সর্বতোভাবেই অন্যায্য।
ইক্যুইটিবিডির সদস্য মোস্তফা কামাল আখন্দের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কোস্ট ট্রাস্টের সনত কুমার ভৌমিক, সোহেল ইকবাল ও আতিকুল ইসলাম চৌধুরী।
গতকাল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইক্যুইটিবিডি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয়।
এতে বক্তারা বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ সরকার দেশের উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় মাল্টি ডোনার ট্রাস্ট ফান্ড গঠনের প্রক্রিয়া শুরু করে। তাঁরা বলেন, দাতাদের একটি মহল জলবায়ু তহবিল-ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং সুকৌশলে এর ব্যবস্থাপনায় বিশ্বব্যাংকের কর্তৃত্ব প্রতিষ্ঠার পাঁয়তারা চালাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সংবাদ সম্মেলনে ইক্যুইটিবিডির সাধারণ সম্পাদক মো. সামসুদ্দোহা লিখিত বক্তব্য পেশ করেন। এতে তিনি বলেন, এই তহবিল তদারকির ফি হিসেবে বিশ্বব্যাংক প্রায় ৮০ লাখ ডলার পাবে। অথচ দেশের জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলা তহবিল-ব্যবস্থাপনায় বিশ্বব্যাংকের এ ধরনের কর্তৃত্ব সর্বতোভাবেই অন্যায্য।
ইক্যুইটিবিডির সদস্য মোস্তফা কামাল আখন্দের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কোস্ট ট্রাস্টের সনত কুমার ভৌমিক, সোহেল ইকবাল ও আতিকুল ইসলাম চৌধুরী।
No comments