ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করবে ইরাক

ইরাকে ডিপ্লেটেড ইউরেনিয়াম (ডিইউ) বোমা ব্যবহার করায় ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করবে সে দেশের মানবাধিকার মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার ইরাকের মানবাধিকারমন্ত্রী ভিজদান মিখাইল সলিম স্থানীয় আসসাবাহ পত্রিকাকে বলেন, ইরাকের বিজ্ঞান ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ মামলা করা হবে।
পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, ইরাকে মার্কিন-ব্রিটিশ অভিযানের প্রথম বছরে দুই দেশই ডিপ্লেটেড ইউরেনিয়াম-সমৃদ্ধ বোমা ব্যবহার করেছে। ইরাকের সামরিক বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, ইরাকযুদ্ধের প্রথম বছরে প্রায় দুই হাজার টন ডিপ্লেটেড ইউরেনিয়াম বোমা ফেলা হয়েছে। আর এতে পরমাণু তেজস্ক্রিয়তার প্রভাবে ইরাকের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোয় জন্মগত ত্রুটিসহ শিশুর জন্মের হার বেড়ে গেছে।
ইরাকের চিকিত্সকেরা বলেন, বোমা হামলা হয়েছে এমন এলাকায় ক্যানসার রোগীর সংখ্যা বেড়ে গেছে। আসন্ন বছরগুলোতে জন্মগত ত্রুটিযুক্ত সন্তান জন্মের হার ও ক্যানসার রোগীর সংখ্যা বাড়বে। কারণ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ছে।

No comments

Powered by Blogger.