আজ সাঁতারপুলের মধ্যমণি ডলি
বাংলাদেশের ‘সোনার ইভেন্ট’ সাঁতার শুরু আজ। প্রথম দিনে ৫টি ইভেন্ট। সকাল ১০টায় বাছাই, বিকেল তিনটা থেকে ফাইনাল।
মিরপুর সাঁতারপুলে প্রথম দিনে বাংলাদেশের দৃষ্টিটা বেশি থাকবে ডলি আক্তারের দিকে। গতবার রুপা জিতেছিলেন ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে, এবার তাঁর প্রত্যাশা সোনা।
ছেলেদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে খেলছেন কামাল হোসেন। ছেলেদের ১০০ মিটার ফ্রি-স্টাইলে মাহফিজার রহমান, ছেলেদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে রুবেল রানা ও মেয়েদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সোনিয়া আক্তার। এই ইভেন্টগুলোতেও ভালো কিছু করার প্রত্যাশা বাংলাদেশের।
এদিকে জন্ডিস থেকে সেরে ওঠা গতবারের সোনাজয়ী শাহজাহান আলী ৮ ফেব্রুয়ারি ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। চিকিত্সক বলেছিলেন, তাঁর এখন পুলে নামা ঠিক হবে না। তবে পুলে নামার জন্য এখন মানসিকভাবে তৈরি শাহজাহান। অনুশীলনও শুরু করেছেন।
মিরপুর সাঁতারপুলে প্রথম দিনে বাংলাদেশের দৃষ্টিটা বেশি থাকবে ডলি আক্তারের দিকে। গতবার রুপা জিতেছিলেন ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে, এবার তাঁর প্রত্যাশা সোনা।
ছেলেদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে খেলছেন কামাল হোসেন। ছেলেদের ১০০ মিটার ফ্রি-স্টাইলে মাহফিজার রহমান, ছেলেদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে রুবেল রানা ও মেয়েদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সোনিয়া আক্তার। এই ইভেন্টগুলোতেও ভালো কিছু করার প্রত্যাশা বাংলাদেশের।
এদিকে জন্ডিস থেকে সেরে ওঠা গতবারের সোনাজয়ী শাহজাহান আলী ৮ ফেব্রুয়ারি ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। চিকিত্সক বলেছিলেন, তাঁর এখন পুলে নামা ঠিক হবে না। তবে পুলে নামার জন্য এখন মানসিকভাবে তৈরি শাহজাহান। অনুশীলনও শুরু করেছেন।
No comments