টেস্ট দলে ডাক পেলেন শফিউল-শাহরিয়ার
য়ানডের পর টেস্টেও অভিষেক হয়ে যেতে পারে পেসার শফিউল ইসলামের। ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া দুই টেস্টের সিরিজে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন তিনি। ১৪ সদস্যের দলে তিনি ছাড়াও ডাক পেয়েছেন আইসিএল-ফেরত শাহরিয়ার নাফীস। জানাই ছিল, ইনজুরির কারণে মাশরাফি বিন মুর্তজা টেস্ট সিরিজটাও মিস করতে পারেন। ইনজুরিই দলে আসতে দেয়নি গত ওয়েস্ট ইন্ডিজ সফরে ইনজুরিতে পড়া অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বাদ পড়েছেন আসলে মেহরাব হোসেন জুনিয়র ও সগীর হোসেন। ১৪ সদস্যের দলে যথারীতি সাকিব আল হাসানই অধিনায়ক।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ১৭ জানুয়ারি। ঢাকায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ জানুয়ারি।
বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, মাহমুদউল্লাহ, শাহরিয়ার নাফীস, শাহাদাত হোসেন, রুবেল হোসেন, এনামুল হক জুনিয়র, মাহবুবুল আলম ও শফিউল ইসলাম।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ১৭ জানুয়ারি। ঢাকায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ জানুয়ারি।
বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, মাহমুদউল্লাহ, শাহরিয়ার নাফীস, শাহাদাত হোসেন, রুবেল হোসেন, এনামুল হক জুনিয়র, মাহবুবুল আলম ও শফিউল ইসলাম।
No comments