ডোমিনিকান রিপাবলিকে গেলেন জেলায়া
হন্ডুরাসের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ম্যানুয়েল জেলায়া গত বুধবার ডোমিনিকান রিপাবলিকে নির্বাসনে গেছেন। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট পোরফিরিও লোবো ও ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট লিওনেল ফার্নান্দেজের মধ্যকার এক চুক্তি অনুযায়ী জেলায়া নির্বাসনে গেলেন। একই দিন হন্ডুরাসের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন লোবো।
ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্টের বিশেষ বিমানে করে দেশ ছাড়েন জেলায়া। বিমানে চড়ার আগে বিমানবন্দরে জড়ো হওয়া কয়েক হাজার সমর্থকের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আবার ফিরব।’ এ সময় সমর্থকেরা বিভিন্ন প্লাকার্ড ও ব্যানার বহন করছিল।
গত ২৮ জুন এক অভ্যুত্থানে জেলায়াকে ক্ষমতাচ্যুত করে নির্বাসনে পাঠায় হন্ডুরাসের সামরিক বাহিনী। সেপ্টেম্বরে তিনি গোপনে দেশে ফিরে রাজধানী তেগুচিগালপার ব্রাজিল দূতাবাসে আশ্রয় নেন। গত কয়েক মাস ওই দূতাবাসে তাঁকে অবরুদ্ধ করে রাখে দেশটির অন্তর্বর্তী সরকার। তাঁর ওপর গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অবশেষে নতুন প্রেসিডেন্ট লোবোর প্রস্তাব মেনে নির্বাসনে যেতে রাজি হওয়ায় ওই গ্রেপ্তারি পরোয়ানা তুলে নেওয়া হয়।
ডোমিনিকান রিপাবলিকের স্যান্টো ডোমিঙ্গোতে অবতরণের পর জেলায়া সে দেশের নাগরিকদের ধন্যবাদ জানান।
গত ২৮ জুন এক অভ্যুত্থানে জেলায়াকে ক্ষমতাচ্যুত করে নির্বাসনে পাঠায় হন্ডুরাসের সামরিক বাহিনী। সেপ্টেম্বরে তিনি গোপনে দেশে ফিরে রাজধানী তেগুচিগালপার ব্রাজিল দূতাবাসে আশ্রয় নেন। গত কয়েক মাস ওই দূতাবাসে তাঁকে অবরুদ্ধ করে রাখে দেশটির অন্তর্বর্তী সরকার। তাঁর ওপর গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অবশেষে নতুন প্রেসিডেন্ট লোবোর প্রস্তাব মেনে নির্বাসনে যেতে রাজি হওয়ায় ওই গ্রেপ্তারি পরোয়ানা তুলে নেওয়া হয়।
ডোমিনিকান রিপাবলিকের স্যান্টো ডোমিঙ্গোতে অবতরণের পর জেলায়া সে দেশের নাগরিকদের ধন্যবাদ জানান।
No comments