লেনিনের মূর্তি ফিরছে বার্লিনে
একসময় ঘৃণাভরে ছুড়ে ফেলা লেনিনের মূর্তিটি আবার ফিরে আসছে জার্মানির বার্লিন শহরে। শহর কর্তৃপক্ষ মূর্তিটি নতুন করে স্থাপন করতে যাচ্ছে একটি জাদুঘরে। সময়ের আবর্তে বার্লিনের ক্ষত যে সেরে উঠছে, এটি তারই একটি ইঙ্গিত।
লেনিনের ৬২ ফুট উচ্চতার বিরাটাকায় মূর্তিটি বার্লিন থেকে সরিয়ে ফেলা হয়েছিল ১৯৯১ সালে, বার্লিন দেয়ালের পতনের ঠিক দুই বছর পর। মূর্তির সাড়ে তিন টন ওজনের মাথাটি পুঁতে ফেলা হয় শহরের বাইরের একটি স্থানে। দেশটি থেকে কমিউনিস্ট ও নািস শাসনের স্মৃতি মুছে ফেলতেই করা হয়েছিল এ কাজ।
লেনিনের মূর্তিটি খুঁড়ে তুলে নতুন করে স্থাপনের পরিকল্পনা করছে বার্লিন কর্তৃপক্ষ। তবে কোনো খোলা জায়গা নয়, এখন এটির জায়গা হবে নতুন একটি জাদুঘরে। ওই জাদুঘরে স্থান পাবে জার্মানির কমিউনিস্ট ও নািস আমলের আরও অনেক মূর্তি। এ ছাড়া অষ্টাদশ শতাব্দীর প্রুশিয়া যুগের মূর্তিও সেখানে থাকবে।
ওই জাদুঘর প্রকল্পের প্রধান আন্দ্রিয়া থেইসেন বলেন, ঐতিহাসিক এসব মূর্তি ছিল একসময় আমাদেরই অংশ। জাদুঘরে নতুন এই প্রদর্শনীর মাধ্যমে সেটা দারুণভাবে তুলে ধরা যাবে
লেনিনের ৬২ ফুট উচ্চতার বিরাটাকায় মূর্তিটি বার্লিন থেকে সরিয়ে ফেলা হয়েছিল ১৯৯১ সালে, বার্লিন দেয়ালের পতনের ঠিক দুই বছর পর। মূর্তির সাড়ে তিন টন ওজনের মাথাটি পুঁতে ফেলা হয় শহরের বাইরের একটি স্থানে। দেশটি থেকে কমিউনিস্ট ও নািস শাসনের স্মৃতি মুছে ফেলতেই করা হয়েছিল এ কাজ।
লেনিনের মূর্তিটি খুঁড়ে তুলে নতুন করে স্থাপনের পরিকল্পনা করছে বার্লিন কর্তৃপক্ষ। তবে কোনো খোলা জায়গা নয়, এখন এটির জায়গা হবে নতুন একটি জাদুঘরে। ওই জাদুঘরে স্থান পাবে জার্মানির কমিউনিস্ট ও নািস আমলের আরও অনেক মূর্তি। এ ছাড়া অষ্টাদশ শতাব্দীর প্রুশিয়া যুগের মূর্তিও সেখানে থাকবে।
ওই জাদুঘর প্রকল্পের প্রধান আন্দ্রিয়া থেইসেন বলেন, ঐতিহাসিক এসব মূর্তি ছিল একসময় আমাদেরই অংশ। জাদুঘরে নতুন এই প্রদর্শনীর মাধ্যমে সেটা দারুণভাবে তুলে ধরা যাবে
No comments