সিদ্দিকুরের আরও একটি শিরোপা
আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশ ওপেন গলফের শিরোপা জিতেছেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান। কাল ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে সাত স্ট্রোকের সহজ জয় পেয়েছেন বাংলাদেশের সেরা গলফার। শিরোপা জিতে প্রাইজমানি পেয়েছেন ৩ লাখ ২৩ হাজার ৩০০ ভারতীয় রুপি। রানারআপ হয়েছেন ভারতের চণ্ডীগড়ের সুজ্জান সিং আর তৃতীয় লখনওয়ের সঞ্জয় কুমার। পেশাদার গলফে এর আগে তিনটি শিরাপা জিতেছেন সিদ্দিকুর।
শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত সিদ্দিকুর বলেছেন, ‘এই জয়টা বিশেষ কিছু। কারণ এটা আমার ঘরের কোর্সে এবং ঘরের দর্শকদের সামনে এসেছে। আমি সত্যিই খুশি যে এই জয়টা এয়ারসেল-পিজিটিআই মেরিট অর্ডারে আমাকে প্রথমবারের মতো শীর্ষে তুলে নিয়েছে। বছরটা দারুণভাবে শুরু হলো। এই শুরুকে কাজে লাগিয়ে এখন আমি আরও ভালো করতে চাই, হোক সেটা পিজিটিআই কিংবা এশিয়ান পর্যায়ে।’
শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত সিদ্দিকুর বলেছেন, ‘এই জয়টা বিশেষ কিছু। কারণ এটা আমার ঘরের কোর্সে এবং ঘরের দর্শকদের সামনে এসেছে। আমি সত্যিই খুশি যে এই জয়টা এয়ারসেল-পিজিটিআই মেরিট অর্ডারে আমাকে প্রথমবারের মতো শীর্ষে তুলে নিয়েছে। বছরটা দারুণভাবে শুরু হলো। এই শুরুকে কাজে লাগিয়ে এখন আমি আরও ভালো করতে চাই, হোক সেটা পিজিটিআই কিংবা এশিয়ান পর্যায়ে।’
No comments