গিনিতে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন জ্যাঁ মারি ডোরে
গিনিতে গতকাল বুধবার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির প্রখ্যাত মানবাধিকারকর্মী জ্যাঁ ম্যারি ডোরে। গিনির দায়িত্বে নিয়োজিত জেনারেল সেকোবা কোনাতে ম্যারি ডোরেকে নিয়োগ দেন। সে দেশের সামরিক সরকার পদত্যাগ করতে রাজি হওয়ার পর তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত ভাষণে ম্যারি ডোরে বলেন, তিনি আশা করেন, এ মাসের শেষ নাগাদ নতুন সরকার গঠন করতে সমর্থ হবেন।
ম্যারি ডোরে আরও বলেন, তাঁর নতুন সরকার দেশটির অর্থনীতি পুনরুদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালাবে। তাছাড়া শিগগিরই নির্বাচনের ব্যবস্থা করবে।
বিশ্লেষকেরা বলছেন, এর মধ্য দিয়ে সামরিক শাসন অবসানের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও কাজটা মোটেও সহজ হবে না। নতুন সরকার গঠনে ডোরেকে হিমশিম খেতে হবে। তাঁর সরকারে রাজনৈতিক দল ও সুশীল সমাজের অন্তত ২০ জন নেতা এবং ১০ জন সামরিক কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করতে হবে। সময়মতো নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করাও হবে দুরূহ। দেশটির ইতিহাসে রাজনৈতিকভাবে নির্বাচিত কোনো সরকার এখনো ক্ষমতায় আসেনি।
তবে নতুন প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এ মাসের শেষ নাগাদ তিনি নতুন সরকার গঠনে সমর্থ হবেন। এই সরকার আগামী ছয় মাসের মধ্যে দেশটিতে নির্বাচন দেবে।
গিনিতে ২০০৮ সালের ডিসেম্বরে লানসানা কোনতের মৃত্যুর পর বর্তমান সামরিক সরকার ক্ষমতা নেয়।
ম্যারি ডোরে আরও বলেন, তাঁর নতুন সরকার দেশটির অর্থনীতি পুনরুদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালাবে। তাছাড়া শিগগিরই নির্বাচনের ব্যবস্থা করবে।
বিশ্লেষকেরা বলছেন, এর মধ্য দিয়ে সামরিক শাসন অবসানের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও কাজটা মোটেও সহজ হবে না। নতুন সরকার গঠনে ডোরেকে হিমশিম খেতে হবে। তাঁর সরকারে রাজনৈতিক দল ও সুশীল সমাজের অন্তত ২০ জন নেতা এবং ১০ জন সামরিক কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করতে হবে। সময়মতো নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করাও হবে দুরূহ। দেশটির ইতিহাসে রাজনৈতিকভাবে নির্বাচিত কোনো সরকার এখনো ক্ষমতায় আসেনি।
তবে নতুন প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এ মাসের শেষ নাগাদ তিনি নতুন সরকার গঠনে সমর্থ হবেন। এই সরকার আগামী ছয় মাসের মধ্যে দেশটিতে নির্বাচন দেবে।
গিনিতে ২০০৮ সালের ডিসেম্বরে লানসানা কোনতের মৃত্যুর পর বর্তমান সামরিক সরকার ক্ষমতা নেয়।
No comments