ভারতে গত ১১ বছরে প্রায় দুই লাখ কৃষক আত্মহত্যা করেছেন
ঋণের ভারে ও অভাবের তাড়নায় জর্জরিত হয়ে ভারতে গত ১১ বছরে প্রায় দুই লাখ কৃষক আত্মহত্যা করেছেন। ২০০৮ সালে আত্মহত্যা করেছেন ১৬ হাজার ১৯৬ জন কৃষক। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো সম্প্রতি এ তথ্য জানিয়েছে।
২০০৮ সালে ভারতের কেন্দ্রীয় সরকার অবশ্য কৃষি ঋণের টাকা মওকুফ করে দেয়; কিন্তু তার পরও কৃষকদের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
ভারতের বড় পাঁচটি রাজ্যে কৃষক আত্মহত্যার ঘটনা বেশি ঘটেছে। এই পাঁচটি রাজ্য হলো—মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়। অতিবৃষ্টি, খরা ও ঋণ পরিশোধ করতে না পারা এবং অভাবের কারণে এসব রাজ্যে আত্মহত্যার ঘটনা বেশি ঘটেছে।
১৯৯৭ সাল থেকে ২০০৮—এই দীর্ঘ ১১ বছরের হিসাব থেকে দেখা গেছে, ওই সময় ভারতে এক লাখ ৯৯ হাজার ১৩২ জন কৃষক আত্মহত্যা করেছেন। মোট আত্মহত্যার ৬৬ শতাংশের বেশি ঘটেছে ওই পাঁচটি রাজ্যে। এর মধ্যে আবার ৪১ হাজারের বেশি আত্মহত্যা করেছেন কেবল মহারাষ্ট্রে।
২০০৮ সালে ভারতের কেন্দ্রীয় সরকার অবশ্য কৃষি ঋণের টাকা মওকুফ করে দেয়; কিন্তু তার পরও কৃষকদের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
ভারতের বড় পাঁচটি রাজ্যে কৃষক আত্মহত্যার ঘটনা বেশি ঘটেছে। এই পাঁচটি রাজ্য হলো—মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়। অতিবৃষ্টি, খরা ও ঋণ পরিশোধ করতে না পারা এবং অভাবের কারণে এসব রাজ্যে আত্মহত্যার ঘটনা বেশি ঘটেছে।
১৯৯৭ সাল থেকে ২০০৮—এই দীর্ঘ ১১ বছরের হিসাব থেকে দেখা গেছে, ওই সময় ভারতে এক লাখ ৯৯ হাজার ১৩২ জন কৃষক আত্মহত্যা করেছেন। মোট আত্মহত্যার ৬৬ শতাংশের বেশি ঘটেছে ওই পাঁচটি রাজ্যে। এর মধ্যে আবার ৪১ হাজারের বেশি আত্মহত্যা করেছেন কেবল মহারাষ্ট্রে।
No comments