ঢেলে সাজানো হচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী জেরাল্ড মাজোলা এখন কাজ করবেন নির্বাচক হিসেবেও। অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটিতে মাজোলার সঙ্গে থাকছেন হাইপারফরম্যান্স ম্যানেজার কোরি ভ্যান জিল এবং দলের ব্যাটিং উপদেষ্টা কেপলার ওয়েসেলসও। আর বোর্ডের পুরো কাঠামো পুনর্গঠন করতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার শীর্ষ কর্তারা সভায় বসছেন আগামী ১৯ ফেব্রুয়ারি। ওয়েবসাইট।
বুধবার বোর্ডের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে মাজেলা জানান, বোর্ড পরিচালনার পুরো প্রক্রিয়াটা নিয়েই তাঁরা পর্যালোচনা করছেন, বিশেষ করে দল নির্বাচনের প্রক্রিয়াটিতে তাঁরা বেশি গুরুত্ব দিতে চান। দল নির্বাচনের প্রক্রিয়াতে বদল আসাতেই যে কোচ মিকি আর্থারের পদত্যাগ, এটাও পরিষ্কার হয়ে গেছে মাজোলার কথায়, ‘গত কয়েক বছরে দলের সহকারী স্টাফ নিয়োগে কোচের অনেক ভূমিকা থাকত। ক্রিকেটারদের সঙ্গে কথা বলে আমাদের মনে হয়েছে, এতে পরিবর্তন আনা দরকার। এই পরিবর্তনে মিকির সায় ছিল না, এ জন্যই সে চলে গেছে।’
একই সুর আর্থারের কণ্ঠেও, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে মতের অমিল হওয়াকেই পদত্যাগের কারণ বলেছেন তিনি। অনেক সাফল্যের পরও একটা আক্ষেপ নিয়েই যেতে হয়েছে আর্থারকে, ‘দায়িত্ব নেওয়ার সময় আমি বলেছিলাম, দুই ধরনের ক্রিকেটেই আমি দক্ষিণ আফ্রিকাকে শীর্ষে তুলতে চাই, প্রথম দক্ষিণ আফ্রিকান কোচ হিসেবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় জিততে চাই। সবই পেয়েছি, শুধু জেতা হয়নি কোনো আইসিসি ইভেন্টের ট্রফি।’
বুধবার বোর্ডের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে মাজেলা জানান, বোর্ড পরিচালনার পুরো প্রক্রিয়াটা নিয়েই তাঁরা পর্যালোচনা করছেন, বিশেষ করে দল নির্বাচনের প্রক্রিয়াটিতে তাঁরা বেশি গুরুত্ব দিতে চান। দল নির্বাচনের প্রক্রিয়াতে বদল আসাতেই যে কোচ মিকি আর্থারের পদত্যাগ, এটাও পরিষ্কার হয়ে গেছে মাজোলার কথায়, ‘গত কয়েক বছরে দলের সহকারী স্টাফ নিয়োগে কোচের অনেক ভূমিকা থাকত। ক্রিকেটারদের সঙ্গে কথা বলে আমাদের মনে হয়েছে, এতে পরিবর্তন আনা দরকার। এই পরিবর্তনে মিকির সায় ছিল না, এ জন্যই সে চলে গেছে।’
একই সুর আর্থারের কণ্ঠেও, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে মতের অমিল হওয়াকেই পদত্যাগের কারণ বলেছেন তিনি। অনেক সাফল্যের পরও একটা আক্ষেপ নিয়েই যেতে হয়েছে আর্থারকে, ‘দায়িত্ব নেওয়ার সময় আমি বলেছিলাম, দুই ধরনের ক্রিকেটেই আমি দক্ষিণ আফ্রিকাকে শীর্ষে তুলতে চাই, প্রথম দক্ষিণ আফ্রিকান কোচ হিসেবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় জিততে চাই। সবই পেয়েছি, শুধু জেতা হয়নি কোনো আইসিসি ইভেন্টের ট্রফি।’
No comments