বিশ্বকাপের ম্যাচ নিষিদ্ধ কোটলায়
ফিরোজ শাহ কোটলা ‘আনফিট’। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সামর্থ্য নেই কোটলার উইকেটের। এটি বেরিয়ে এসেছে আইসিসির তদন্তে। আর এ কারণেই এক বছরের জন্য কোটলাকে নিষিদ্ধ করেছে আইসিসি। তবে ২০১১ বিশ্বকাপের ম্যাচ এখানে। কারণ, এর আগেই শেষ হয়ে যাবে এক বছরের নিষেধাজ্ঞা।
ফিরোজ শাজ কোটলার উইকেট নিয়ে বিপত্তি তৈরি হয় গত ডিসেম্বরে ভারত-শ্রীলঙ্কা সিরিজের পঞ্চম ওয়ানডে ম্যাচটি বাতিল হওয়ায়। ডিসেম্বরের ২৭ তারিখের ওই ম্যাচটিতে ২৩.৩ ওভার খেলা হয়েছিল। তবে পিচের অবস্থা এতটাই বাজে ছিল যে, অসম বাউন্সের কারণে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা পড়ে গিয়েছিলেন বিপাকে। খেলা বন্ধ হয়ে যায় এবং পরে আইসিসির পিচ বিশেষজ্ঞরা তদন্ত করে দেখেন বিষয়টি।
বাতিল হয়ে যাওয়া ওই ম্যাচের ভিডিও দেখে এবং ওই ম্যাচের ম্যাচ রেফারি ও আম্পায়ারদের মন্তব্য থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই কোটলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আইসিসি। আইসিসির মহাপরিচালক (ক্রিকেট), ডেভিড রিচার্ডসনের কথা—কোটলা খেলার জন্য বিপজ্জনক
ফিরোজ শাজ কোটলার উইকেট নিয়ে বিপত্তি তৈরি হয় গত ডিসেম্বরে ভারত-শ্রীলঙ্কা সিরিজের পঞ্চম ওয়ানডে ম্যাচটি বাতিল হওয়ায়। ডিসেম্বরের ২৭ তারিখের ওই ম্যাচটিতে ২৩.৩ ওভার খেলা হয়েছিল। তবে পিচের অবস্থা এতটাই বাজে ছিল যে, অসম বাউন্সের কারণে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা পড়ে গিয়েছিলেন বিপাকে। খেলা বন্ধ হয়ে যায় এবং পরে আইসিসির পিচ বিশেষজ্ঞরা তদন্ত করে দেখেন বিষয়টি।
বাতিল হয়ে যাওয়া ওই ম্যাচের ভিডিও দেখে এবং ওই ম্যাচের ম্যাচ রেফারি ও আম্পায়ারদের মন্তব্য থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই কোটলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আইসিসি। আইসিসির মহাপরিচালক (ক্রিকেট), ডেভিড রিচার্ডসনের কথা—কোটলা খেলার জন্য বিপজ্জনক
No comments