রোনালদোকে খেলার অনুমতি
রোনালদো যদি চান, তাহলে আগামী শনিবারই মাঠে ফিরতে পারেন। পর্তুগাল ফুটবল ফেডারেশনের তাতে কোনো আপত্তি নেই।
শনিবার রেসিং সান্তান্দারের বিপক্ষে স্প্যানিশ লিগের ম্যাচ রিয়াল মাদ্রিদের। কাল রিয়ালের অনুশীলনে ফিরেছেন রোনালদো। সম্ভবত শনিবারের আগে ম্যাচে খেলার মতো অবস্থায়ও ফিরবেন। তবে ওই ম্যাচে মাঠে নামার জন্য পর্তুগাল ফুটবল ফেডারেশনের অনুমতি প্রয়োজন ছিল তাঁর। ফিফা আইন অনুযায়ী কোনো খেলোয়াড় যদি ইনজুরির কারণে জাতীয় দলের হয়ে খেলতে না পারেন, তাহলে জাতীয় দলের নির্দিষ্ট ওই ম্যাচটির পাঁচ দিনের মধ্যে সংশ্লিষ্ট ফেডারেশনের অনুমতি ছাড়া ক্লাবের হয়েও খেলতে পারবেন না।
আগামীকাল পর্তুগালের প্লে-অফ ম্যাচে রোনালদো নেই। এর তিন দিন পরই রেসিং-রিয়াল ম্যাচ। রোনালদো তাতে খেলতে চাইলে খেলতেই পারেন।
শনিবার রেসিং সান্তান্দারের বিপক্ষে স্প্যানিশ লিগের ম্যাচ রিয়াল মাদ্রিদের। কাল রিয়ালের অনুশীলনে ফিরেছেন রোনালদো। সম্ভবত শনিবারের আগে ম্যাচে খেলার মতো অবস্থায়ও ফিরবেন। তবে ওই ম্যাচে মাঠে নামার জন্য পর্তুগাল ফুটবল ফেডারেশনের অনুমতি প্রয়োজন ছিল তাঁর। ফিফা আইন অনুযায়ী কোনো খেলোয়াড় যদি ইনজুরির কারণে জাতীয় দলের হয়ে খেলতে না পারেন, তাহলে জাতীয় দলের নির্দিষ্ট ওই ম্যাচটির পাঁচ দিনের মধ্যে সংশ্লিষ্ট ফেডারেশনের অনুমতি ছাড়া ক্লাবের হয়েও খেলতে পারবেন না।
আগামীকাল পর্তুগালের প্লে-অফ ম্যাচে রোনালদো নেই। এর তিন দিন পরই রেসিং-রিয়াল ম্যাচ। রোনালদো তাতে খেলতে চাইলে খেলতেই পারেন।
No comments