আহমেদাবাদ টেস্টে ভারতের প্রথম ইনিংস শেষ ৪২৬ রানে
আহমেদাবাদ টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের প্রথম ইনিংস থেমে গেছে ৪২৬ রানে। মাত্র ৩২ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর ‘মি. ওয়াল’ রাহুল দ্রাবিড়ের অনবদ্য ১৭৭ রানের কল্যাণে ভারত ৪২৬ করতে পেরেছে। আজ দিনের শুরুতেই রাহুল দ্রাবিড়ের ১৭৭ রানের সঙ্গে আর কোনো রান যোগ করতে না পারা, দর্শকদের কিছুটা হতাশ করেছে বৈকি।
গতকাল টেস্টের প্রথম দিনই ৪ উইকেট হারিয়ে প্রাথমিক বিপর্যয়ের পর আহমেদাবাদ দেখল রাহুল দ্রাবিড়ের ১৭৭ রান, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ১১০ আর যুবরাজ সিংয়ের ৬৮ রানের ইনিংস।
গতকালকের ৩৮৫ রানের সঙ্গে ভারত আজ সকালে যোগ করতে পেরেছে আর মাত্র ৪২ রান। এর মধ্যে হরভজন সিংয়ের অবদান ২২ রান, জহির খানের ১২। শেষ পর্যন্ত অমিত মিশ্র অপরাজিত ছিলেন ৭ রানে। শ্রীলঙ্কার পক্ষে চানাকা ভেলেগেদারা ২২ ওভার বল করে ৮৭ রানে নিয়েছেন ৪ উইকেট। তাঁর শিকারে পরিণত হন গৌতম গম্ভীর, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় এবং বীরেন্দর শেহওয়াগের মতো ‘হেভিওয়েট’ ব্যাটসম্যানরা। মুরালিধরনের সংগ্রহ যথারীতি ৩ উইকেট। কিন্তু তাঁর খরচ ৯৭ রান। এছাড়া প্রসাদ ২টি, রঙ্গনা হেরাথ পান ১টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৮ ওভারে ৩৮। ব্যাট করছেন তিলকরত্নে দিলশান ও পারানাভিতানা।
গতকাল টেস্টের প্রথম দিনই ৪ উইকেট হারিয়ে প্রাথমিক বিপর্যয়ের পর আহমেদাবাদ দেখল রাহুল দ্রাবিড়ের ১৭৭ রান, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ১১০ আর যুবরাজ সিংয়ের ৬৮ রানের ইনিংস।
গতকালকের ৩৮৫ রানের সঙ্গে ভারত আজ সকালে যোগ করতে পেরেছে আর মাত্র ৪২ রান। এর মধ্যে হরভজন সিংয়ের অবদান ২২ রান, জহির খানের ১২। শেষ পর্যন্ত অমিত মিশ্র অপরাজিত ছিলেন ৭ রানে। শ্রীলঙ্কার পক্ষে চানাকা ভেলেগেদারা ২২ ওভার বল করে ৮৭ রানে নিয়েছেন ৪ উইকেট। তাঁর শিকারে পরিণত হন গৌতম গম্ভীর, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় এবং বীরেন্দর শেহওয়াগের মতো ‘হেভিওয়েট’ ব্যাটসম্যানরা। মুরালিধরনের সংগ্রহ যথারীতি ৩ উইকেট। কিন্তু তাঁর খরচ ৯৭ রান। এছাড়া প্রসাদ ২টি, রঙ্গনা হেরাথ পান ১টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৮ ওভারে ৩৮। ব্যাট করছেন তিলকরত্নে দিলশান ও পারানাভিতানা।
No comments