পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩৩
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাট শহরের কাছে উস্তারজাই গ্রামে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জনেরও বেশি। গতকাল শুক্রবার উস্তারজাইয়ের একটি বাজার এলাকায় এ হামলা চালানো হয়। পুলিশ ও সরকারি কর্মকর্তারা জানান, আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি একটি গাড়ি চালিয়ে বাজারের একটি হোটেল ভবনে আঘাত করে। হামলায় হোটেল ভবনসহ বেশ কিছু ভবন যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
আসন্ন ঈদের কেনাকাটার জন্য এ সময় ওই বাজারে প্রচুর লোক ভিড় জমিয়েছিল। পুলিশ কর্মকর্তা আসমত উল্লাহ জানান, ক্ষতিগ্রস্ত হোটেলটির মালিক একজন শিয়া। বোমা হামলায় বাজারের দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এ হামলার নিন্দা জানিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার কোহাট শহরে এক বোমা হামলায় ছয়জন আহত হয়।
এলাকার মেয়র সৈয়দ মেহতাবুল হাসান জানান, হোটেল ও আশপাশের দোকানের ধ্বংসাবশেষ থেকে ৩৩ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হামলায় বেশ কিছু মানুষ আহত হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে জঙ্গিদের হামলা বেড়ে যাওয়ায় দেশটির সরকার সামরিক অভিযান শুরু করে।
আসন্ন ঈদের কেনাকাটার জন্য এ সময় ওই বাজারে প্রচুর লোক ভিড় জমিয়েছিল। পুলিশ কর্মকর্তা আসমত উল্লাহ জানান, ক্ষতিগ্রস্ত হোটেলটির মালিক একজন শিয়া। বোমা হামলায় বাজারের দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এ হামলার নিন্দা জানিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার কোহাট শহরে এক বোমা হামলায় ছয়জন আহত হয়।
এলাকার মেয়র সৈয়দ মেহতাবুল হাসান জানান, হোটেল ও আশপাশের দোকানের ধ্বংসাবশেষ থেকে ৩৩ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হামলায় বেশ কিছু মানুষ আহত হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে জঙ্গিদের হামলা বেড়ে যাওয়ায় দেশটির সরকার সামরিক অভিযান শুরু করে।
No comments