জোটনিরপেক্ষ আন্দোলন এখন প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে: যুক্তরাষ্ট্র
জোটনিরপেক্ষ আন্দোলন (ন্যাম) এবং স্নায়ুযুদ্ধের সময়কার অন্য জোটগুলো এখন ‘সেকেলে ও অপ্রাসঙ্গিক হয়ে গেছে। জোটগুলো তার সদস্য দেশের স্বার্থেও এখন কোনো কাজ করতে পারছে না। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রতিনিধি সুসান রাইস শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।
রাইস বলেন, এ ধরনের ব্লক ও জোটগুলো সেকেলে হয়ে গেছে। এসব জোটে অংশ নেওয়া দেশগুলোর জাতীয় স্বার্থ রক্ষায়ও এগুলো প্রায়ই কোনো কাজ করতে পারে না। তিনি আরও বলেন, নিশ্চিতভাবেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে, এসব সনাতন ব্লকগুলো থেকে দেশগুলোর বেরিয়ে আসা এবং একুশ শতকের নিরাপত্তা হুমকি মোকাবিলায় একক ও সমন্বিত উদ্যোগের প্রতি জোর দেওয়া।
জাতিসংঘে চীনের ভূমিকা-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ন্যাম সম্পর্কে এ মন্তব্য করেন রাইস। তিনি বলেন, ‘নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীনের বড় ধরনের অংশগ্রহণ রয়েছে এবং দেশটি ইতিমধ্যেই জাতিসংঘে বড় ধরনের ভূমিকা রেখেছে। এসব ভূমিকা পালনে দেশটি অনেক কার্যকর পন্থায় কাজ করেছে। নিরাপত্তা পরিষদের যেসব দেশের সঙ্গে আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করি, চীন এর মধ্যে একটি।’
রাইস বলেন, এ ধরনের ব্লক ও জোটগুলো সেকেলে হয়ে গেছে। এসব জোটে অংশ নেওয়া দেশগুলোর জাতীয় স্বার্থ রক্ষায়ও এগুলো প্রায়ই কোনো কাজ করতে পারে না। তিনি আরও বলেন, নিশ্চিতভাবেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে, এসব সনাতন ব্লকগুলো থেকে দেশগুলোর বেরিয়ে আসা এবং একুশ শতকের নিরাপত্তা হুমকি মোকাবিলায় একক ও সমন্বিত উদ্যোগের প্রতি জোর দেওয়া।
জাতিসংঘে চীনের ভূমিকা-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ন্যাম সম্পর্কে এ মন্তব্য করেন রাইস। তিনি বলেন, ‘নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীনের বড় ধরনের অংশগ্রহণ রয়েছে এবং দেশটি ইতিমধ্যেই জাতিসংঘে বড় ধরনের ভূমিকা রেখেছে। এসব ভূমিকা পালনে দেশটি অনেক কার্যকর পন্থায় কাজ করেছে। নিরাপত্তা পরিষদের যেসব দেশের সঙ্গে আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করি, চীন এর মধ্যে একটি।’
No comments