লেবাননের বেকা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহত ৪০

লেবাননের বেকা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে উপত্যকার পূর্বাঞ্চলীয় শহর বালবেকের আশপাশে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সন্ধ্যায় বৈরুতের দক্ষিণ দিকের এলাকাতেও হামলা চালায় ইসরাইল। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, ইরান সমর্থিত হিজবুল্লা যোদ্ধাগোষ্ঠী এবং ইসরাইল গত এক বছর যাবৎ সংঘর্ষ চালিয়ে যাচ্ছে। গত বছরের ৭ অক্টোবর হামাস-ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে তেল আবিবের সঙ্গে সংঘর্ষে জাড়িয়েছে হিজবুল্লাহ। তবে এ বছরের সেপ্টেম্বরে লেবাননের অভ্যন্তরে হামলা জোরালো করেছে ইসরাইল। বিশেষ করে লেবাননের দক্ষিণাঞ্চলে ভারী বোমা হামলা চালিয়ে বেশ কয়েকটি গ্রামে ধ্বংসযজ্ঞ শুরু করেছে তেল আবিবের বাহিনী।

বুধবার হামলা চালিয়ে লেবাননের বালবেক এবং বেকা ভ্যালিতে ৪০ জন নিহতের পাশাপাশি আরও ৫৩ জনকে আহত করেছে ইসরাইলি বাহিনী। যদিও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবির পর এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তারা। স্থানীয় বাসিন্দাদের বালবেক এবং বেকা ভ্যালির দক্ষিণাঞ্চল খালি করার নির্দেশ দিয়ে সেখানে হামলা চালানো হয়েছে। ইসরাইল দুই ধাপে বোমা বর্ষণ করেছে। প্রথম ধাপে বুধবার রাতে এবং দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার ভোরে উল্লিখিত অঞ্চলে হামলা করেছে তারা।

লেবাননের আল জাদিদ টিভি জানিয়েছে, ইসরাইলি বাহিনী বৃহস্পতিবার সকালে কমপক্ষে চারটি বিমান হামলা পরিচালনা করেছে। তাৎক্ষণিকভাবে ভয়াবহ ওই হামলার বিস্তারিত জানায়নি টিভি চ্যানেলটি।

হিজবুল্লাহর নয়া প্রধান নাইম কাসেম বুধবার বলেছেন, তিনি মনে করেন না যে- ইসরাইলের সঙ্গে তাদের এই বৈরিতা রাজনৈতিকভাবে সমাধান করা যাবে। তিনি মনে করেন ইসরাইল যদি হামলা বন্ধ করার প্রতিশ্রুতি দেয় তাহলে পারস্পরিক আলোচনার মাধ্যমে সংঘাতের অবসান হতে পারে। নাইম কাসেম বলেন, ‘যখন শত্রু পক্ষ আগ্রাসন বন্ধের সিদ্ধান্ত নেয় তখন সেখানে আলোচনার পথ উন্মোচন হয়। আমরা বারবার এ বিষয়টি উল্লেখ করে আসছি।’

mzamin

No comments

Powered by Blogger.