অদ্ভুত এক চোর!
আদালতের শুনানিতে বলা হয়েছে, পাখির খাবারের পাত্র পরিপূর্ণ করা হয়েছে। গাছের টব সরিয়ে রাখা হয়েছিল। প্যাকেট থেকে একজোড়া জুতা খুলে রাখা হয়েছিল। প্যাকেটটি রেখে দেয়া হয়েছিল রিসাইক্লিং বিনে। প্রসিকিউটর অ্যালিস সিকেস বলেছেন, ওই নারীর ঘরে থাকা জিনিসপত্র দিয়ে খাবার রান্না করে রেখেছিল। কেনাকাটা করা জিনিসপত্র একটি ব্যাগ থেকে বের করে সাজিয়ে রাখা হয়েছিল। কিছু ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছিল। রান্নাঘর থেকে বাসনপত্র বিনে সরিয়ে রাখা হয়েছিল। শপিং ব্যাগ থেকে নতুনগুলো বের করে সাজিয়ে রাখা হয়েছিল। নতুন টুথব্রাশ রাখা হয়েছিল। ওয়াইনের একটি খালি বোতল রাখা হয়েছিল খালি বোতল রাখার একটি র্যাকে। মেঝে ঝাড়ু দিয়ে রাখা হয়েছিল। বাড়ির মালিক দেখতে পেয়েছেন একটি ওয়াইনের লাল বোতল রাখা হয়েছে একটি গ্লাস ও বোতল ওপেনারের কাছে। লিভিংরুমের টেবিলে সাজিয়ে রাখা হয়েছে এক গামলা মিষ্টি।
No comments