দক্ষিণ ইসরায়েলে বন্দুক হামলায় এক নারী পুলিশ নিহত
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নারী পুলিশ সদস্যের নাম শিরা ছায়া সুসলিক। ১৯ বছর বয়সী সুসলিক ইসরায়েলের সীমান্ত পুলিশের সার্জেন্ট ছিলেন।
এক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ জানায়, বেরশেবা শহরের মধ্যাঞ্চলে যে ঘটনা ঘটেছে, সেটাকে ‘সন্দেহজনক সন্ত্রাসী হামলা’ বলে বিবেচনা করা হচ্ছে। ওই সন্ত্রাসীকে ঘটনাস্থলেই নিরস্ত করা হয়েছে। দক্ষিণ জেলার বিপুলসংখ্যক পুলিশকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
গত সপ্তাহে তেল আবিবে বন্দুকধারীর গুলিতে আট ব্যক্তি নিহত হন। হামাস এ হামলার দায় স্বীকার করে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর এটা ছিল অন্যতম ভয়াবহ ঘটনা। তেল আবিবের হামলার দিনই ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান।
এদিকে আজ সকালে গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আল–জাজিরা জানিয়েছে, গাজার দেইর-এল-বালাহ এলাকায় আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালের পাশে সাহদা আল-আকসা মসজিদে বিমান হামলার ঘটনাটি ঘটেছে। সেখানে স্থানচ্যুতরা আশ্রয় নিয়েছিল।
বন্দুক হামলার পর ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেরশেবা শহরের ঘটনাস্থলে পুলিশ। ৬ অক্টোবর ২০২৪ ছবি: রয়টার্স |
No comments