ডাকাতি করতে ব্যর্থ, ক্ষমা চেয়ে নোট রেখে গেলো ডাকাতরা
ডাকাতরা চিরকুটে লিখেছিলো - ‘আমরা দুঃখিত, নিচে স্বাক্ষর করে নাম লেখা ছিলো ‘চুন্নু ও মুন্নু। সকালে দীপক কুমার নামে দোকানের মালিক ডাকাতির ঘটনার তদন্ত করতে পুলিশকে ফোন করেন। মজার বিষয় হলো, পুলিশরা তদন্ত করতে এসে দেখতে পান যে চোরেরা ভগবান কৃষ্ণের একটি ছবির সামনে অপরাধ করতে এতটাই অস্বস্তি বোধ করেছিল যে তারা এটিকে দেয়ালের দিকে ঘুরিয়ে দিয়েছিলো। ঘটনার কথা বলতে গিয়ে দোকানের মালিক হিন্দুস্তান টাইমসকে বলেন, “বুধবার রাতে ডাকাতরা দোকানে ঢুকে গ্যাস কাটার দিয়ে ভল্ট ভাঙার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। চোরেরা ঠাকুরের ছবি দেখে অপরাধ করতে চায়নি এবং মূর্তিটি ঘুরিয়ে দিয়েছে। ''তবে , স্মার্ট ডাকাতরা দোকানের ভিতরে রেকর্ড করা সিসিটিভি ফুটেজের হার্ডডিস্ক সরিয়ে ফেলেছে। মিরাটের ব্রহ্মপুরী এলাকার সার্কেল অফিসার সুচিতা সিং বলেন -''সুড়ঙ্গটি অবশ্যই অনেক দিন ধরে খনন করা হয়েছে এবং আমরা সিসিটিভি ফুটেজে দেখে এলাকার লোকেদের গতিবিধি ট্র্যাক করে চোরদের শনাক্ত করার চেষ্টা করছি। ''
সূত্র : টাইমস নাও
No comments