সৌদি আরব বানাবে ১৬টি পরমাণু চুল্লি, ব্যয় হবে ৮ হাজার কোটি ডলার
সৌদি
ও আমেরিকার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা পরমাণু চুল্লি বানানোর বিষয়ে
চুক্তির জন্য আলোচনা শুরু করছেন। সৌদি আরব অন্তত ১৬টি পরমাণু চুল্লি বানাতে
চায়। যার জন্য ব্যয় হবে ৮ হাজার কোটি ডলার।
মার্কিন যুক্তরাষ্ট্রের
প্রভাবশালী টেলিভিশন চ্যানেল সিবিএস’কে দেয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের
যুবরাজ মোহাম্মদ বিন সালমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান পারমাণবিক বোমা
তৈরি করে সৌদি আরবও তা করবে। যুবারজ মোহাম্মদ বিন সালমান বলেন, ‘সৌদি আরব
কোনো ধরনের পারমাণবিক বোমা বানাতে চায় না। কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে,
সৌদি আরব যদি একটি পারমাণবিক বোমা তৈরি করে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমরাও
তৈরি করবো।’ শুধুমাত্র শান্তিপূর্ণ ব্যবহারের জন্য সৌদি আরব পারমাণবিক
অস্ত্র-সামগ্রী তৈরি করতে চায় বলে এর আগে জানিয়েছিল বিশ্বের শীর্ষ তেল
রফতানিকারক মধ্যপ্রাচ্যের এ দেশ। মঙ্গলবার সৌদি আরব পারমাণবিক বিদ্যুৎ
কর্মসূচির জন্য একটি আইনের অনুমোদন দিয়েছে। এতে শান্তিপূর্ণ কাজেও সব ধরনের
পারমাণবিক সামগ্রীর ব্যবহার আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী সীমিত রাখার কথা
বলা হয়েছে।
No comments