সৌদি আরবে ফ্যাশন শো
প্রথমবারের
মতো আগামী মার্চে আরব ফ্যাশন উইক আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। সোমবার আরব
ফ্যাশন কাউন্সিল এক ঘোষণায় এটি জানিয়েছে। দুবাইভিত্তিক আরব ফ্যাশন
কাউন্সিল তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আগামী ২৬ থেকে ৩১ মার্চ রিয়াদে ফ্যাশন
উইক অনুষ্ঠিত হবে। তারা জানাচ্ছে, রিয়াদেই অক্টোবরে তাদের দ্বিতীয় সংস্করণ
অনুষ্ঠিত হবে। আরব ফ্যাশন উইক রিয়াদের পরিবেশবান্ধব অ্যাপেক্স সেন্টারে
অনুষ্ঠিত হবে। মৌচাকে মতো দেখতে ওই ভবনটির ডিজাইন করেছেন প্রয়াত
ইরাকি-ব্রিটিশ স্থাপত্যবিদ জাহা হাদিদ। গেলো বছরের ডিসেম্বরে আরব ফ্যাশন
কাউন্সিল রিয়াদের একটি আঞ্চলিক অফিস খোলার ঘোষণা দেয়। এসময় সৌদি প্রিন্সেস
নুরা বিনতে ফয়সাল আল সৌদকে সেটির অবৈতনিক প্রেসিডেন্ট ঘোষণা করে তারা।
প্রিন্সেস নুরা এক বিবৃতিতে বলেছেন, রিয়াদে প্রথম আরব ফ্যাশন উইক একটি
বিশ্বমানের ইভেন্টের চেয়েও বেশি কিছু হবে। এটা একটা অনুঘটক হিসেবে কাজ করবে
যা অন্যান্য অর্থনৈতিক খাত পর্যটন, আতিথেয়তা, ভ্রমণ ও বাণিজ্যের দুয়ার
খুলে দেবে।
অন্যদিকে কয়েকজন নারী একসঙ্গে বসে তাস খেলছেন পবিত্র মক্কা
শরীফের মসজিদে হারামে। শুক্রবার তোলা এই ছবিটি এখন বিশ্বজুড়ে ভাইরাল হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে অনেকেই ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় চারজন বোরকা পরা নারী একত্রে বসে খুব মজা করে
তাস খেলছে। আর তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এহরাম পরা লোকজন। ওই চার নারীর
সবাই কালো বোরকা পরা ছিল। তাদের চেহারাও আবৃত ছিল। যে জন্য তাদের শানাক্তও
করা যায়নি। তবে সৌদি সরকার এ বিষয়ে এখন পর্যন্ত কোন বিবৃতি দেয়নি। এ ছবি
রসদ নেটওয়ার্ক নামক সাইট থেকে শেয়ার করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মসজিদে
হারামের বাইরের অংশের গেট ফাহাদ এর সামনে এসব নারী তাস খেলছে। এরপর এ ছবি
ব্যাপকভাবে ভাইরাল হয়। যা প্রায় ২৫ হাজার শেয়ার হয়েছে। এদিকে কেউ কেউ আবার
ধারণা করছেন, এই ছবি এডিট করে বায়তুল্লা শরীফে বসিয়ে দিয়ে কেউ প্রচার করা
হচ্ছে।
No comments