সিরিয়ায় অস্ত্রবিরতি প্রশ্নে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি
সিরিয়ার
পূর্ব ঘৌতা অঞ্চলে জরুরি মানবিক সাহায্য সরবরাহ এবং চিকিৎসা সেবার সুযোগ
করে দিতে দেশটিতে ৩০ দিনের অস্ত্রবিরতির দাবির একটি খসড়া প্রস্তাব বিষয়ে
ভোট দেয়ার আশা করছে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ। আর এ ভোট বৃহস্পতিবার
অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কূটনীতিকরা একথা জানিয়েছেন। বুধবার
সুইডিশ মিশন জানায়, সুইডেন ও কুয়েত ‘যত দ্রুত সম্ভব’ এ ভোটাভুটির আবেদন
জানিয়েছে।
তারা আরো জানায়, জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার এ ভোট
অনুষ্ঠিত হতে পারে। কুয়েত ও সুইডেন এ খসড়া প্রস্তাবটি উপস্থাপন করেছে।
এদিকে, খসড়া এ প্রস্তাব ঠেকাতে রাশিয়া তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করবে কিনা
সে ব্যাপারে কিছু জানা যায়নি। সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চল পূর্ব
ঘৌতায় ‘সহিংসতা বন্ধে’ জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস আহবান জানানোর
পর ভোটাভুটির এ আবেদন জানানো হয়। বিদ্রোহী নিয়ন্ত্রিত ওই অঞ্চলে সরকারি
বাহিনী দফায় দফায় ব্যাপক বোমা হামলা চালাচ্ছে। আসাদের অনুগত বাহিনীর বিমান
হামলায় মৃতের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় গুতেরেস বলেন, পূর্ব ঘৌতা ‘নরকে’
পরিণত হয়েছে। সেখানকার চার লাখ বেসামরিক নাগরিকের জীবন চরম ঝুঁকির মুখে
পড়েছে। এদিকে সিরিয়ার পূর্ব ঘৌতা সঙ্কট নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার
নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহবান জানিয়েছে রাশিয়া। দেশটির
রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া সেখানের পরিস্থিতিকে অনেক জটিল হিসেবে উল্লেখ
করেন। মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালে বলেন, ‘বেসামরিক লোকদের ওপর এই ভয়াবহ
হামলাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে দাবি করাটা একেবারেই
অযৌক্তিক।’ মার্কিন এই নারী মুখপাত্র আরো বলেন, ‘বর্বর আসাদ সরকারের হামলার
কবল থেকে সেখানকার অসহায় নারী, পুরুষ ও শিশুদের জীবন বাঁচাতে অবিলম্বে
পদক্ষেপ গ্রহণ করা জরুরি।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্র খসড়া প্রস্তাবটির
সমর্থন দিবে। প্রতিটি সদস্য রাষ্ট্রেরই এতে সমর্থন দেয়া উচিত বলে তিনি
মন্তব্য করেন।
No comments