ইরানের সাথে স্পেন ও হল্যান্ডের সম্পর্ক জোরদার
ইউরোপের
দুই দেশ স্পেন ও হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী গুরুত্বপূর্ণ সফরে ইরান
পৌঁছেছেন। দুই পররাষ্ট্রমন্ত্রীই ইরানের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের চেষ্টা
করবেন বলে জানিয়েছেন। হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী যিগরিদ কাগ গতরাতে
তেহরানে পৌঁছে বলেছেন, তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক
জোরদারের উপায় নিয়ে কথা বলবেন।
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আলফোনসো দাসতিসও
একই ধরণের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি স্পেনের ব্যবসায়ী সংগঠনের নেতাদেরও
সঙ্গে নিয়ে এসেছেন। তার এ সফরে বাণিজ্যিক লেনদেন বাড়ানোর বিষয়টি গুরুত্ব
পাচ্ছে বলে জানা গেছে। আজ দুই পররাষ্ট্রমন্ত্রীই ইরানের পররাষ্ট্রমন্ত্রী
মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। এছাড়া তারা
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে সাক্ষাত করবেন। এসব বৈঠকে
আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুও গুরুত্ব পাবে বলে জানা গেছে।
No comments