মার্কেটে এক নারীর বোরকা টেনে খুলে ফেলায় গ্রেফতার আরেক নারী
জার্মানির
রাজধানী বার্লিনের এক সুপারমার্কেটে সোমবার সন্ধ্যায় বাজার করতে গিয়েছিলেন
২৮ বছর বয়সী এক নারী৷ সেই সময় আরেক নারী জোর করে তার বোরকা খুলে ফেলেন এবং
তার উদ্দেশ্যে বর্ণবাদী মন্তব্য করেন৷ এ ঘটনায় হামলাকারী নারীকে গ্রেফতার
করা হয়েছে৷ এখন তার বিরুদ্ধে তদন্ত চলছে বলে মঙ্গলবার জানিয়েছে পুলিশ৷
প্রাথমিক তদন্তে জানা গেছে, আক্রান্ত নারী তুর্কি নাগরিক৷ জোর করে বোরকা
খোলার সময় তিনি মাথায় আঘাত পেয়েছেন৷ তার ওপর হামলাকারী নারী আজারবাইজান
থেকে এসেছেন৷ প্রাথমিকভাবে তার জাতীয়তা জানা যায়নি৷ খবর ডয়েচে ভেলে।
উল্লেখ্য, জার্মানিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর পুরো মুখ ঢাকা
বোরকা পরায় নিষেধাজ্ঞা রয়েছে৷ এ ছাড়া বাভারিয়াসহ কয়েকটি রাজ্যে নির্দিষ্ট
কিছু প্রকাশ্য স্থানে বোরকা পরায় নিষেধাজ্ঞা রয়েছে৷ তবে ইসলামবিরোধী
গোষ্ঠীগুলো জার্মানিতে বোরকার ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারির আহ্বান
জানিয়েছে৷ ২০১৬ সালের সেপ্টেম্বরে জার্মানির নর্থ রাইন ওয়েস্টফেলিয়া
রাজ্যের এক রেস্তোরাঁয় নিকাব পরিহিত এক নারীকে ঢুকতে না দেয়ার অভিযোগ
উঠেছিল৷ এদিকে ২০১৭ সালের প্রথম ছয় মাসে জার্মানিতে মুসলিমদের ওপর ১৮টি
সহিংস আক্রমণের ঘটনা ঘটে বলে সংসদে জানানো হয়েছিল৷ এ ছাড়া একই বছরের প্রথম
ছয় মাসে ৩৯২টি ইসলামবিদ্বেষ প্রণোদিত ঘটনা ঘটেছিল বলেও জানানো হয়৷
ইন্টারনেটে মুসলিমদের অথবা মুসলিম শরণার্থীদের বিরুদ্ধে প্ররোচনা–তথাকথিত
‘হেট স্পিচ'– হুমকি বা শাসানিমূলক বার্তা, রাজপথে হিজাব পরিহিত মহিলা অথবা
মুসলিম পুরুষদের ওপর আক্রমণ, এ ছাড়া মুসলিমদের বাড়ি অথবা সম্পত্তির
ক্ষতিসাধন কিংবা দেয়ালে নাৎসি স্লোগান লেখা ইত্যাদি ইসলামবিদ্বেষী
অপরাধমূলক কার্যকলাপের মধ্যে পড়ে৷
No comments