তুরস্কের আগ্রাসন প্রতিহতের হুমকি
সিরিয়ার
আফরিন এলাকায় তুর্কি সেনাবাহিনীর আগ্রাসন যৌথভাবে প্রতিহত করতে সম্মত
হয়েছে কুর্দি গেরিলা গোষ্ঠী-ওয়াইপিজি ও সিরিয়ার সেনাবাহিনী। সিরিয়ার
গণমধ্যাম রোববার এ খবর জানিয়ে বলেছে, সোমবার থেকে সিরিয়ার সেনাবাহিনী
সরাসরি তুর্কি বাহিনীর আগ্রাসন প্রতিহত করবে।
ওয়াইপিজি-কে নির্মূল করার
লক্ষ্যে তুরস্ক গত ২০ জানুয়ারি থেকে সিরিয়ার আফরিনে সেনা অভিযান শুরু
করেছে। শুরু থেকেই তুর্কি বাহিনীর এ অভিযানকে নিজের ভৌগলিক অখণ্ডতা ও
সার্বভৌমত্বের লঙ্ঘন বলে এর তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে সিরিয়া সরকার।
আফরিনে তুর্কি বাহিনী অভিযান শুরু করার পর থেকেই সিরিয়ার সেনাবাহিনী এ
আগ্রাসন প্রতিহত করতে ওয়াইপিজি’কে সহযোগিতা করার প্রস্তাব দিয়ে রেখেছিল।
শেষ পর্যন্ত ওয়াইপিজি তাতে সম্মত হয়েছে। আফরিনে চালানো অভিযানে তুরস্কের ৬
হাজারের বেশি সেনা অংশ নিচ্ছে। সিরিয়ার কুর্দি গেরিলাদেরকে তুরস্ক
সন্ত্রাসী হিসেবে মনে করে এবং তুর্কি গেরিলা গোষ্ঠী পিকেকে’র সঙ্গে এদের
সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করে আসছে।
No comments