বাতাসে মুকুলের ম-ম গন্ধ
রাজশাহীর
বাতাসে এখন ম-ম গন্ধ। যেদিকে দৃষ্টি যায় গাছে গাছে মুকুল আর মুকুল।
বাগানের সারি সারি গাছে সুরভিত মুকুলের গন্ধ পাল্টে দিয়েছে এ অঞ্চলের
বাতাস। আর আম গাছ পরিচর্যায় ব্যস্ত রয়েছেন এ অঞ্চলের চাষী। নতুন মুকুলের
গন্ধে স্বপ্ন দেখছেন তারা। কিছু কিছু গাছে এর মধ্যে গুটি আসতে শুরু করেছে।
আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর আমের বাম্পার ফলনের আশা করছেন সংশ্লিষ্টরা।
কৃষি সম্প্রসারণ অধিদফতর রাজশাহীর উপপরিচালক দেব দুলাল ঢালী জানান, ধান,
গম, ভুট্টা বা অন্য ফসলের মতো আম উৎপাদনের কোনো লক্ষ্যমাত্রা কৃষি
অধিদফতরের কাছে থাকে না। তবে রাজশাহীর ১৬ হাজার ৫১৯ হেক্টর জমিতে আমগাছ
রয়েছে। আগামী বৈশাখ-জ্যৈষ্ঠে কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এ অঞ্চল থেকে
প্রায় আড়াই লাখ টন আম উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে।
No comments