ভারতীয় চালে ঊর্ধ্বগতি
রাজশাহীতে
চালের দাম একমাস থেকে স্থিতাবস্থায় রয়েছে। তবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ
স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত চালের দাম কিছুটা বেড়েছে। সংশ্লিষ্টরা
বলছেন, আগামী এক সপ্তাহের মধ্যে রাজশাহী অঞ্চলে সব ধরনের চালের দাম কেজিতে
আরও ২ টাকা করে বাড়ার সম্ভাবনা রয়েছে। ধান সংকটের কারণে এ পরিস্থিতির
সৃষ্টি হয়েছে। তবে ধানের দাম বাড়ার কারণে কৃষকরা উচ্ছ্বসিত। গত বছরের
তুলনায় ভালো দাম পাচ্ছে এবার। রাজশাহীর চালের মোকাম হিসেবে খ্যাত কাদিরগঞ্জ
চালপট্টির আড়তগুলো বৃহস্পতিবার সকালে ঘুরে দাম সম্পর্কে এসব তথ্য পাওয়া
গেছে। কাদিরগঞ্জ পাইকারি চাল ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মেসার্স নিউ আদর্শ
শস্য ভাণ্ডারের মালিক জসিম উদ্দিন মণ্ডল জানান, মিনিকেট চাল (৮৪ কেজি
বস্তা) বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০০ থেকে ৪ হাজার ৭০০ টাকায়। কেজিতে এ চালের
দাম পাইকারি হিসাবে পড়ছে ৫৫ থেকে ৫৬ টাকা। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫৭
থেকে ৫৮ টাকা। মিনিকেট ভালোমানের (৫০ কেজি বস্তা) চাল বিক্রি হচ্ছে ২
হাজার ৯০০ থেকে তিন হাজার টাকায়।
কেজিপ্রতি পড়ছে ৫৮ থেকে ৬০ টাকা। আর এ
চালের দাম খুচরা বাজারে আরও ২ থেকে ৩ টাকা বেশি। বিআর-২৮ জাতের চাল পাইকারি
৫৩ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে এ চালের দাম ৫৮ টাকা। আর এ
জাতের ভালোমানের চালের দাম পাইকারি হিসেবে ৫৬ থেকে ৫৭ টাকা। তবে খুচরা
বাজারে এ চালের দাম কেজিতে আরও ২ টাকা বেশি। আর এ জাতের চাল বেশি বিক্রি হয়
বলে জানান ব্যবসায়ী জসিম উদ্দিন মণ্ডল। এ ছাড়া পারিজা পাইকারি হিসেবে
কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৩৯ থেকে ৪০ টাকা ৫০ পয়সা। তবে খুচরা বাজারে দাম আরও
২ টাকা বেশি। কাদিরগঞ্জ পাইকারি চাল ব্যবসায়ী সমিতির সভাপতি সোলাইমান আলী
জানান, পারিজা জাতের চাল চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেশে
আসছে। এ জাতের চালের দাম কয়েকদিন আগে কেজিপ্রতি ৩৮ টাকা থাকলেও বর্তমানে তা
পাইকারি এবং খুচরা বাজারে ২ টাকা করে বেড়েছে। তবে এ জাতের চালের বিক্রি
অনেক কম। আগামী এক সপ্তাহের মধ্যে সব ধরনের চালের দাম কেজিতে অন্তত ২ টাকা
করে বাড়বে বলে তিনি মন্তব্য করেন। গোদাগাড়ী উপজেলার কাদিপুর এলাকার কৃষক
আজমল হক সুমন বলেন, আমন মৌসুমে আট বিঘা জমিতে ধান চাষ করেছিলাম। ডিসেম্বরে
কিছু ধান বিক্রি করি। এরপর সোমবার (১২ ফেব্র“য়ারি) একশ’ মণ ধান বিক্রি
করেছি। দামও পেয়েছি অনেক বেশি। এ কারণে চলতি বোরো মৌসুমে ১৫ বিঘা জমিতে
ধানচাষ করেছি।
No comments