ইউটিউবে ‘গ্যাংনাম স্টাইল’কে পেছনে ফেলে শীর্ষে ‘সি ইউ অ্যাগেইন’
দক্ষিণ
কোরিয়ার আলোচিত গায়ক সাইয়ের ‘গ্যাংনাম স্টাইল’ গানটি গত পাঁচ বছর ধরে
ইউটিউবের শীর্ষ স্থানে ছিল। তবে এখন আর তা নেই। ‘গ্যাংনাম স্টাইল’কে টপকে
আমেরিকার র্যাপ সিঙ্গার ওইজ খলিফা এবং চার্লি পুথের গাওয়া ‘সি ইউ
অ্যাগেইন’ গানটি এখন ইউটিউবের শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছে। ইউটিউবে
‘গ্যাংনাম স্টাইল’ গানটি এ পর্যন্ত দেখা হয়েছে ২৮৯৫,৮৭,৪৬১২ বার। অপরদিকে
‘সি ইউ অ্যাগেইন’ গানটি দেখা হয়েছে ২৯০১,২৫,৮৮২৭ বার। ‘সি ইউ অ্যাগেইন’
গানটি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৭ মুভিতে গাওয়া হয়েছিল। গানটি ছবিটির অভিনেতা
পল ওয়াকারকে উৎসর্গ করে তৈরি করা হয়।
No comments