কালো তালিকায় ১৬ হাজার মিল মালিক
বাজারের চাহিদা অনুযায়ী চাল সরবরাহ না করে মজুদ করে রাখার দায়ে ১৬ হাজার মিল মালিককে কালো তালিকাভুক্ত করেছে সরকার। এসব মিল মালিকদের থেকে আগামী তিন বছর চাল না কেনার সিদ্ধান্তও হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য দেন মন্ত্রী। চালের দাম বৃদ্ধিসহ বাজারের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে খাদ্য মন্ত্রী বলেন, বাজারে চালের দাম বৃদ্ধির জন্য কতিপয় অসাধু মিল মালিক দায়ী। এ ধরনের ১৬ হাজার মিল মালিককে চিহ্নিত করে তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। আগামী তিন বছর তাদের কাছ থেকে চাল কিনবে না সরকার। মন্ত্রী বলেন, চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে ভিয়েতনাম থেকে আড়াই লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি অনুযায়ী ২০ হাজার মেট্রিক টনের প্রথম চালান চট্টগ্রামে এসে পৌঁছেছে। চলতি মাসের ২৪ তারিখ আরও এক লাখ ১০ হাজার মেট্রিক টন চাল এসে পৌঁছুবে বলে তিনি জানান। এছাড়া আগস্টে সাড়ে চার লাখ মেট্রিক টন চাল আনা হবে বলে জানান মন্ত্রী। খাদ্য মন্ত্রী জানান, আগামী আগস্টের মধ্যে সরকারের খাদ্য মজুদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আট থেকে ১০ লাখ মেট্রিক টন।
No comments