ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসলাম শেখকে (২০) ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১১টায় উপজেলার উত্তরপাড় গ্রামের হেলাল মার্কেট থেকে আসলাম শেখকে গ্রেফতার করা হয়। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ফারুক বলেন, আসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। বুধবার দিবাগত রাতে হেলাল মার্কেটের পাশে ইয়াবা বিক্রির সময় ৭টি ইয়াবাসহ আসলামকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদক আইনে একটি মামলা দিয়ে আসলামকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আসলাম শেখ উপজেলার উত্তরপাড় গ্রামের মিলু শেখের ছেলে। আসলামের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কোনো পদক্ষেপ নেয়া হবে কি না তা জানার জন্য কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের মোবাইলে বার বার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকসেবী বা বিক্রেতার ছাত্রলীগে স্থান নেই। আসলামের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
No comments