শাহজালালে ল্যাপটপ ভেঙে ৯টি স্বর্ণের বার উদ্ধার
সিঙ্গাপুর থেকে আসা হুমায়ুন কবির নামে এক যাত্রীর ল্যাপটপ ভেঙে ৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। বুধবার রাতে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। এরপর হুমায়ুন কবিরকে আটক করা হয়। তার বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার ভবের বাজারের হাতিনাকান্দায়। শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল বিমানের ফ্লাইট বিজি-০৮৫ অবতরণের পূর্বে সতর্ক অবস্থান গ্রহণ করে। রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুর থেকে ফ্লাইটটি অবতরণের পর ওই যাত্রীকে নজরদারিতে রাখা হয়। গ্রিন চ্যানেল পার হওয়ার পর তাকে চ্যালেঞ্জ করে সব ব্যাগেজ পরীক্ষা করা হয়। একপর্যায়ে তার কাছে রক্ষিত ল্যাপটপের স্ক্যানিং ইমেজে সন্দেহজনক কিছু দেখা যায়। এরপর ল্যাপটপ ভেঙে ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া ওই যাত্রীর কাছ থেকে আরও ৯৪ গ্রাম স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়েছে। স্বর্ণের বারগুলো ল্যাপটপের মাদারবোর্ডের ভেতরে স্কচটেপ দিয়ে আটকানো ছিল। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়ার পাশাপাশি অভিযুক্ত ওই যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হচ্ছে।
No comments