কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় গাজীপুরে বয়লার বিস্ফোরণ
গাজীপুরে মাল্টি ফ্যাবস লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণ ও নিহতের ঘটনায় গাজীপুরে জেলা প্রশাসনের গঠন করা তদন্ত কমিটি রিপোর্ট পেশ করেছে। বৃহস্পতিবার গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহম্মদ হুমায়ূন কবীর তার কার্যালয়ে সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিকভাবে এ তদন্ত রিপোর্ট প্রকাশ করেন। তদন্ত প্রতিবেদনে দুর্ঘটনার জন্য ৭টি কারণ চিহ্নিত করেছে তদন্ত কমিটি এর মধ্যে ৫টি কারিগরি ও ২টি প্রশাসনিক কারণ। কারণগুলো হচ্ছে- প্রেসার গেজটি নষ্ট হয়ে যাওয়া, ডেলিভারি লাইন বন্ধ থাকা, লিভারটিতে স্লট কাটা না থাকায় বয়লারের কম্পনে ডেড ওয়েট উচ্চচাপের দিকে সরে গিয়ে ওভার প্রেসার সিচুয়েশন তৈরি করা হয়েছিল। অপারেটর কর্তৃক প্রেসকার রিলিজ করতে ব্যর্থ হওয়া ও বয়লার মেইনটেন্যান্স কর্তৃপক্ষের বয়লার অপারেটরদের উপযুক্ত তদারকির অভাব। জেলা প্রশাসক জানান, তদন্ত কমিটি ২৮ পৃষ্ঠার তদন্ত রিপোর্ট দাখিল করে এর সঙ্গে ৯১ পৃষ্ঠা সংযুক্তি দেয়া হয়েছে। তদন্তে ২৯ জনের জবানবন্দি গ্রহণ করা হয়। তিনি জানান, ওই কারখানায় ৫ টন ও ১০ টনের ২টি বয়লার ছিল। এর মধ্যে ৫ টনের বয়লারটি বিস্ফোরিত হয় এবং ১০ টনের বয়লারটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ৩ জুলাই বয়লারটির বিস্ফোরন হলে ওই দিনই গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বিস্ফোরণে ১৩ জন নিহত ও ৭০ জন আহত হন।
No comments