১৯ কেজি বিস্ফোরক দ্রব্যসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে প্রায় ১৯ কেজি বিস্ফোরক দ্রব্যসহ এক যুবককে আটক করেছে র্যাব। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সুন্দরপুর ইউনিয়নের শিবিরের হাটমোড় থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক হলেন সদর উপজেলার সূর্য নারায়ণপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে মিঠুন (২৫)। চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার (এএসপি) এনামুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে শিবিরের হাটমোড় এলাকায় অভিযান চালিয়ে মিঠুনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
No comments