চকরিয়ায় ২ ডাকাত দলের গোলাগুলিতে যুবক নিহত
কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুই ডাকাত দলের গোলাগুলিতে বেলাল উদ্দিন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর রাতে চকরিয়া লামা সড়কের পাশে এ ঘটনা ঘটে। নিহত বেলাল চকরিয়া উপজেলার ডুলাহাজরা ইউনিয়নের পূর্ব ডুমখালী গ্রামের মৃত মোহাম্মদ আলী প্রকাশ জাফরের ছেলে। এদিকে নিহতের পরিবার জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বুধবার বিকাল ৫টার দিকে ওই এলাকার রিজার্ভ পাড়া থেকে বেলালকে তুলে নিয়ে যায়।
চকরিয়া থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, দুই ডাকাত দলের গোলাগুলির খবর পেয়ে পুলিশ চকরিয়া লামা সড়কের কুমারি ব্রিজ এলাকায় যায়। পাশের জঙ্গলে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে বেলালকে আহতাবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান, বেলালের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, পুলিশ এসল্ট, মারামারি, বন মামলা ও চিংড়ি ঘের দখল নিয়ে ১১টি মামলা রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
No comments