মধুপুরে এক ইউনিয়নে বিএনপি’র ভোট বর্জন
এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা এবং জোর করে ভোট নেয়ার অভিযোগে টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নে বিএনপি’র চেয়ারম্যান প্রার্থী শাহ মো. ছালাম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় তিনি এ ভোট বর্জন করেছেন বলে মোবাইলে যুগান্তরকে নিশ্চিত করেন। শাহ মো. আব্দুস ছালাম অভিযোগ করেন, কুড়াগাছা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আঙ্গারিয়া কেন্দ্রে তার এজেন্টের তালিকা গ্রহণই করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মোমিনপুর ও সাইনামারী কেন্দ্রে গ্রহণ করার পরপরই সব এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেন সরকার দলীয় প্রার্থীর কর্মীরা। কিছুক্ষণ ভোটের স্বাভাবিক পরিবেশে রেখে ১০টা থেকে জোর করে ব্যালটে সিল মারা হয়। বাধা দিতে গেলে কর্মী ও ভোটারদের মারতে আসেন তারা। এসব কারণে ভোটের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়েছে। তাই তিনি দলের সঙ্গে বসে কথা বলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। মধুপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করলে তারা বিষয়টি জানেন না বলে জানান।
No comments