শিবগঞ্জ অন্ধকার ২৪ ঘণ্টা, আরও দু'দিন পর মিলবে আলো
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গত ২৪ ঘণ্টা বিদ্যুৎ নেই। এতে পুরো পৌর এলাকা অন্ধকারে নিমজ্জিত রয়েছে। এ অবস্থা বিরাজ করবে কমপক্ষে আরও ৩৪ ঘণ্টা। তারপরই মিলতে পারে আলো। বুধবার সকাল ৭টায় শিবগঞ্জের ৫ এম ভি এ পাওয়ার ট্রান্সফর্মার বিকল হয়ে গেলে পৌর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। স্থানীয় টেকনিশিয়ানরা উক্ত পাওয়ার ট্রান্সফর্মারটি মেরামত করলে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। কিন্তু ঘণ্টাখানেক পর আবারো বিকল হয়ে যায়। এরপর থেকে পৌর শহরের প্রায় ১৪ হাজার গ্রাহক অন্ধকারে নিমজ্জিত রয়েছে। এতে অচল হয়ে পড়ে হাসপাতাল, ক্লিনিকে চিকিৎসা সেবা। ক্ষুদ্র ও মাঝারি উৎপাদন শিল্পসহ বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মচঞ্চলতা হারায়। এছাড়া অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নেমে আসে দুর্ভোগ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের শিবগঞ্জ আবাসিক প্রকৌশলী আজমল হক বলেন, বিদ্যুৎ লাইন চালুর জন্য আমরা অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছি। বিকল হয়ে যাওয়া পাওয়ার ট্রান্সফর্মারটির তেল শোধন করার কাজ চলছে। তিনি বলেন, আমরা চেষ্টা করছি আজ সন্ধ্যা ৬টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালু করতে। যদি সম্ভব না হয় তাহলে শুক্রবার সন্ধ্যার মধ্যে পাওয়ার ট্রান্সফর্মারটি ত্রুটিমুক্ত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যাবে। শিবগঞ্জ আবাসিক প্রকৌশলী দফতর সূত্রে জানা গেছে, এর আগে প্রথম ৫ এম ভি এ পাওয়ার ট্রান্সফর্মার নষ্ট হয়ে মেরামতের অপেক্ষায় পড়েছিল। তার কিছুদিন পর দ্বিতীয় পাওয়ার ট্রান্সফর্মারটিও নষ্ট হয়ে যায়। সেটি মেরামত কাজ শুরু করে শেষ না হতেই তৃতীয় পাওয়ার ট্রান্সফর্মারটিও নষ্ট হয়ে যায়। ফলে শিবগঞ্জ পৌর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
No comments