অন্ধকার ঘরে টানা ২০ বছর!
ভারতের মুম্বাইয়ে এক নারীকে পরিবারের সদস্যরা অন্ধকার প্রকোষ্ঠে টান ২০ বছর আটকে রাখার পর পুলিশ তাকে উদ্ধার করেছে। এনডিটিভি জানায়, ২০ বছর আগে বিয়ে হয় উত্তর গোয়ার ক্যান্ডলিম গ্রামের এক নারীর। স্বামীর সঙ্গে মুম্বাইয়ে যাওয়ার পর জানতে পারেন তার আরেকজন স্ত্রী রয়েছে। বিষয়টি মেনে নিতে পারেননি ওই নারী। এরপর মানসিক ভারসাম্য হারান। পরে ফিরে আসেন বাবার বাড়িতে। কিন্তু বাবার বাড়িতে ফিরে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি। তার অস্বাভাবিক আচরণে বিরক্ত হয়ে পরিবারের লোকজন তাকে ঘরে আটকে রাখেন। সেভাবেই কেটে গেছে ২০ বছর। টানা ২০ বছর ওই অন্ধকার ঘরেই আটকে ছিলেন তিনি। আর একটি জানালা দিয়ে বাড়ির লোকজন তাকে খাবার-দাবার দিত। গোয়া পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা পিটিআইকে বলেন, নারী পুলিশ সদস্যের একটি দল তাকে উদ্ধারের সময় তিনি উলঙ্গ অবস্থায় ছিলেন। বর্তমানে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
No comments