বন্ধু খুঁজতে বান্ধব ডটকম
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশি-বিদেশি বন্ধু খুঁজে পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে বেশ কিছুদিন আগে যাত্রা শুরু করেছে ‘বান্ধব ডটকম’। যুক্তরাষ্ট্র, জার্মানি ও বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত সামাজিক নেটওয়ার্কের এই ওয়েবসাইট বিনামূল্যে ব্যবহার করা যাচ্ছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই যে কেউ (www.bandhob.com) বান্ধব ডটকমে নিবন্ধিত হয়ে এটি ব্যবহার করতে পারবেন। বান্ধবের পক্ষ থেকে জানানো হয়, ওই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের যেকোনো দেশের যে কারও সঙ্গেই খুব সহজে বন্ধুত্ব ও যোগাযোগ স্থাপন করা যাবে। এছাড়া নিজেদের মধ্যে খুদেবার্তা ও ছবি পাঠানো যাবে।
কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে কিংবা মোবাইল-অ্যাপসের মাধ্যমেও ব্যবহার করা যাবে। এই প্ল্যাটফর্মটির ব্যবহার যেমন সহজ, তেমনি মোবাইল ডেটা খরচও অনেক কম। এতে রয়েছে স্ট্যাটাস আপডেটের সুযোগ, লাইক, ডিসলাইক করার সুবিধা। সেই সঙ্গে আছে ছবি আপলোডেরও ব্যবস্থা। গ্রুপ বা পেইজ তৈরি করা যায়। কেনাকাটার ব্যবস্থাও রাখা হয়েছে। ব্লগ, ইভেন্ট, ফোরাম ছাড়াও আছে ভিডিও-অডিও দেখা ও শোনার ব্যবস্থা। বান্ধব ডটকমের উদ্যোক্তা জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান ডিগবাজারের কনটেন্ট ডেভেলপমেন্ট ম্যানেজার জুজানে জিবার বলেন, মূলত বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের কথা বিবেচনা করেই বান্ধব যাত্রা শুরু করেছে। বাংলা বান্ধব শব্দটির আন্তর্জাতিকীকরণ করতেই এ শব্দটি বেছে নেওয়া হয়েছে। সাইন আপ করে বন্ধু খুঁজতে এখনই ব্রাউজ করুন: www.bandhob.com
No comments