শের বাহাদুর দেউবা ফের নেপালের প্রধানমন্ত্রী
চতুর্থবারের জন্য নেপালের প্রধানমন্ত্রী হলেন শের বাহাদুর দেউবা। মঙ্গলবার নেপালের পার্লামেন্টে ভোটাভুটিতে তিনি প্রধানমন্ত্রী পদে বিজয়ী হন। সেখানে একমাত্র প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন দেউবা। তিনি নেপালের কমিউনিস্ট পার্টির প্রধান পুষ্পকমল দাহাল প্রচন্ডের স্থলাভিষিক্ত হলেন। গত মাসে একটি লাইভ টেলিভিশন অনুষ্ঠানে তিনি তার পদত্যাগের কথা ঘোষণা করেন। এরপর থেকেই ওই পদটি শূন্য ছিল। প্রধান বিরোধী দল সিপিএন-ইউএমএল এবার কোনো প্রার্থী দেয়নি। তাই মঙ্গলবার সন্ধ্যায় নিয়মরক্ষার ভোটাভুটি হয়।
এতে দেউবার পক্ষে পড়ে ৩৮৮ ভোট আর বিপক্ষে ১৭০ ভোট। ৫৯৩ আসনের নেপালি পার্লামেন্টে সরকার গড়তে ২৯৭ জনের সমর্থন দরকার ছিল দেউবার। প্রধানমন্ত্রী পদে নেপালি কংগ্রেস নেতা দেউবার নাম প্রস্তাব করেছেন প্রচন্ড। আর তা সমর্থন করেছেন নেপালি কংগ্রেস নেতা রাম চন্দ্র পৌদল। সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের সমর্থনেই নির্বাচিত হন নতুন প্রধানমন্ত্রী। এর আগে ১৯৯৫ থেকে ১৯৯৭, ২০০১ থেকে ২০০২ এবং ২০০৪ থেকে ২০০৫ মোট তিনবার প্রধানমন্ত্রী ছিলেন দেউবা।
No comments